পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Tripura : 'আবার ত্রিপুরায় যাব', কলকাতায় ফিরে দৃপ্ত দেবাংশু - ত্রিপুরা তৃণমূল

এই ফিরে আসা সাময়িক । দেবাংশু আবার ত্রিপুরায় যাবেন । শুধুমাত্র নিজের দলীয় সহকর্মীদের চিকিৎসা করানোর জন্যই যে তিনি ফিরে এসেছেন, সেটাও স্পষ্ট করে দেন । আগামী দিনে ত্রিপুরায় তৃণমূলে যোগদান কর্মসূচি থেকে শুরু করে, দলের সংগঠন বৃদ্ধি... সবই চলবে । খুব দ্রুত ত্রিপুরা তৃণমূলের কমিটি ঘোষণা হবে বলেও জানিয়ে দেন তিনি ।

Debangshu Bhattacharya
দেবাংশু ভট্টাচার্য

By

Published : Aug 9, 2021, 9:38 AM IST

কলকাতা, 9 অগস্ট : রবিবার রাত বারোটা পনেরো মিনিট নাগাদ বিশেষ বিমানে আগরতলা থেকে কলকাতায় ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাও অভিষেকের সঙ্গেই কলকাতায় ফেরেন । বিপ্লব দেবের রাজ্যে গতকালের দিনভর নাটকীয়তার পর অবশেষে কলকাতায় ফেরেন তাঁরা ।

দেবাংশুর অভিযোগ, ত্রিপুরায় তাঁদের ঠিকমতো চিকিৎসা করা হচ্ছিল না । শনিবার দেবাংশুদের গাড়িতে যে হামলা হয়েছিল, তাতে সুদীপের মাথা থেকে রক্ত ঝড়তে দেখা গিয়েছে । কিন্তু তারপরও ত্রিপুরায় শুধুমাত্র প্রাথমিক চিকিৎসাটুকু ছাড়া আর কিছুই করা হয়নি বলে অভিযোগ দেবাংশুর । কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে বললেন,"চলে আসার জন্য আসিনি । সুদীপ, জয়াদিরা আক্রান্ত । তাঁদের চিকিৎসার প্রয়োজন । ত্রিপুরায় কী চিকিৎসা হবে, আমরা বিশ্বাস করতে পারছি না । কারণ, 24 ঘণ্টায় তাঁদের শুধু প্রাথমিক চিকিৎসাটুকু করা হয়েছে । মাথায় তুলো লাগিয়ে ছেড়ে দিয়েছে ।"

পাশাপাশি দেবাংশু এটাও স্পষ্ট করে দেন । এই ফিরে আসা সাময়িক । তিনি আবার ত্রিপুরায় যাবেন । শুধুমাত্র নিজের দলীয় সহকর্মীদের চিকিৎসা করানোর জন্যই যে তিনি ফিরে এসেছেন, সেটাও স্পষ্ট করে দেন । আগামী দিনে ত্রিপুরায় তৃণমূলে যোগদান কর্মসূচি থেকে শুরু করে, দলের সংগঠন বৃদ্ধি... সবই চলবে । খুব দ্রুত ত্রিপুরা তৃণমূলের কমিটি ঘোষণা হবে বলেও জানিয়ে দেন তিনি ।

একইসঙ্গে ত্রিপুরায় সিপিএম ও কংগ্রেসের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন । বলেন, "ত্রিপুরায় সমস্ত বিরোধী শক্তি, যারা আক্রান্ত হচ্ছে... সিপিএম, কংগ্রেস, তাদের প্রত্যেকের পাশে আমরা দাঁড়াব ।"

গতকাল তৃণমূল নেতা-কর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পর সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছিলেন, "ত্রিপুরায় বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে ৷ বিজেপিকে কীভাবে হারাতে হয় তা আমরা খুব ভাল করে জানি ৷ একটা কথা মনে করিয়ে দিতে চাই, তৃণমূলকে ভয় দেখিয়ে, পাথর ছুড়ে দমানো যাবে না। আগামী নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে উৎখাত করে ছাড়বে তৃণমূল ।"

এদিকে কাল মাঝ রাতে কলকাতায় ফেরার পর দেবাংশু, জয়া, সুদীপদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । উডবার্ন ওয়ার্ডের 103 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সুদীপ । তাঁর মাথায় চোট কতটা গুরুতর তা পরীক্ষা করতে সিটি স্ক্যান করার কথা রয়েছে । অন্যদিকে 203 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন জয়া । তাঁর গালে চোট রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details