কলকাতা, 5 সেপ্টেম্বর : ব্রেন ডেথ ঘোষণার পর অঙ্গদান করা হচ্ছে । সেই অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে অন্য কারও শরীরে । TV-তে এসব দেখে পরিবারের কাছে মৃত্যুর পর অঙ্গদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন দমদমের কৃষ্ণা মিস্ত্রি । তাঁর সেই ইচ্ছা পূর্ণ হল । তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে পরিবারও চাইল, এভাবে তিনি বেঁচে থাকুন অন্য কারও শরীরে ।
বছর বাহান্নর কৃষ্ণা মিস্ত্রি দমদমের বাসিন্দা । 8-10 বছর ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন । তবে, তাঁর ডায়াবিটিস নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন পরিজনরা । মাঝে মধ্যে হাই ব্লাড প্রেসারের জন্য তাঁকে ওষুধ খেতে হত । শনিবার (31 অগাস্ট) রাত 12 টা নাগাদ আচমকা অসুস্থতা বোধ করেন তিনি । বাড়িতে তাঁর ব্লাড প্রেসার মাপা হয় । দেখা যায়, ব্লাড প্রেসার হাই রয়েছে । ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে ওষুধ দেওয়া হয় । কিন্তু, তিনি হঠাৎ করেই বমি করতে শুরু করেন । এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে । শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার (1 সেপ্টেম্বর) সকালে তাঁকে নিয়ে আসা হয় মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ।
এই হাসপাতাল থেকে জানা গেছে, হাসপাতালে নিয়ে আসার সময়ই তিনি কোমায় চলে গেছিলেন । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায়, তাঁর মস্তিষ্কের বাঁদিকে রক্তক্ষরণ হয়েছে । তাঁকে বাঁচানো আর সম্ভব হয়নি । শেষ পর্যন্ত, মঙ্গলবার তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় ।