পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TV-তে দেখে অঙ্গদানের ইচ্ছা, মৃত্যুর পর প্রতিস্থাপিত হৃদয়-কিডনি - organ transplantation

মৃত্যুর পরও অন্যের শরীরে বেঁচে থাকার ইচ্ছা পূরণ হল বছর বাহান্নর কৃষ্ণাদেবীর । তাঁর অঙ্গদানের জেরে সুস্থভাবে বাঁচবে আরও 3 জন ।

অঙ্গদাতা

By

Published : Sep 5, 2019, 12:07 PM IST

Updated : Sep 5, 2019, 2:32 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : ব্রেন ডেথ ঘোষণার পর অঙ্গদান করা হচ্ছে । সেই অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে অন্য কারও শরীরে । TV-তে এসব দেখে পরিবারের কাছে মৃত্যুর পর অঙ্গদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন দমদমের কৃষ্ণা মিস্ত্রি । তাঁর সেই ইচ্ছা পূর্ণ হল । তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে পরিবারও চাইল, এভাবে তিনি বেঁচে থাকুন অন্য কারও শরীরে ।


বছর বাহান্নর কৃষ্ণা মিস্ত্রি দমদমের বাসিন্দা । 8-10 বছর ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন । তবে, তাঁর ডায়াবিটিস নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন পরিজনরা । মাঝে মধ্যে হাই ব্লাড প্রেসারের জন্য তাঁকে ওষুধ খেতে হত । শনিবার (31 অগাস্ট) রাত 12 টা নাগাদ আচমকা অসুস্থতা বোধ করেন তিনি । বাড়িতে তাঁর ব্লাড প্রেসার মাপা হয় । দেখা যায়, ব্লাড প্রেসার হাই রয়েছে । ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তাঁকে ওষুধ দেওয়া হয় । কিন্তু, তিনি হঠাৎ করেই বমি করতে শুরু করেন । এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে । শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার (1 সেপ্টেম্বর) সকালে তাঁকে নিয়ে আসা হয় মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ।

এই হাসপাতাল থেকে জানা গেছে, হাসপাতালে নিয়ে আসার সময়ই তিনি কোমায় চলে গেছিলেন । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় । সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায়, তাঁর মস্তিষ্কের বাঁদিকে রক্তক্ষরণ হয়েছে । তাঁকে বাঁচানো আর সম্ভব হয়নি । শেষ পর্যন্ত, মঙ্গলবার তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় ।

ব্রেন ডেথ ঘোষণার পরে তাঁর অঙ্গদান করার জন্য সম্মতি জানান পরিজনরা । শুরু হয় অঙ্গ গ্রহীতাদের খোঁজ । শেষ পর্যন্ত, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হৃদয়, 2টি কিডনি এবং কর্নিয়া দান করা হয়েছে । বুধবার তাঁর হৃদয় এবং 2টি কিডনি প্রতিস্থাপন হয়েছে তিন রোগীর শরীরে । শেষ খবর পাওয়া পর্যন্ত এই অঙ্গ গ্রহীতাদের শারীরিক অবস্থা স্থিতিশীল ।


কৃষ্ণা মিস্ত্রির স্বামী বিমান মিস্ত্রি বলেন, "ব্রেন ডেথ হচ্ছে । অঙ্গদান করা হচ্ছে। সেই অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে অন্য কারও শরীরে । এটা মহৎ কাজ । TV-তে এটা দেখে আমি, আমার স্ত্রী আলোচনা করতাম যে, আমরা সবাই অঙ্গদান করব ।" একইসঙ্গে তিনি বলেন, "আমার স্ত্রী কয়েকজনকে বাঁচিয়ে গেলেন ।"

বুধবার কৃষ্ণা মিস্ত্রির হৃদয় প্রতিস্থাপন হয়েছে আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ৪১ বছর বয়সি এক রোগীর শরীরে । তাঁর একটি কিডনি প্রতিস্থাপন হয়েছে মুকুন্দপুরে অবস্থিত অন্য এক বেসরকারি হাসপাতালে 49 বছর বয়সি এক রোগীর শরীরে । ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর অন্য একটি কিডনি প্রতিস্থাপন হয়েছে SSKM হাসপাতালে 32 বছর বয়সি এক রোগীর শরীরে । ডায়াবেটিসের কারণে ব্রেন ডেথ ঘোষিত কৃষ্ণা মিস্ত্রির লিভার অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি ৷

Last Updated : Sep 5, 2019, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details