কলকাতা, 21 মে : আমফানে ক্ষতিগ্রস্ত কলকাতা । গতরাতে কলকাতা পুলিশ সরকারিভাবে জানিয়েছিল, আমফানের জেরে শহরে মৃত্যু হয়েছে দু'জনের । সম্পর্কে তাঁরা মা ও ছেলে । রিজেন্ট পার্কে ইস্ট ইন্ডিয়া কম্পানির পাঁচিলে চাপা পড়ে মৃত্যু হয় তাঁদের । আজ সকাল হতে সরকারিভাবে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে । বেহালা পর্ণশ্রী থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ওই যুবক । ফলে, সরকারিভাবে এখনও পর্যন্ত আমফানের জেরে কলকাতায় তিনজনের মৃত্যু হয়েছে। যদিও অসমর্থিত সূত্রে খবর, তালতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গতরাতে পর্ণশ্রী থানা এলাকার পোস্ট অফিসের কাছে ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পিন্টু গায়েনের । বয়স আনুমানিক 35 বছর । তাঁর বাড়ি 172 বি সি রোডে । ঘটনাস্থানেই মৃত্যু হয় পিন্টুর । অন্যদিকে অসমর্থিত সূত্রে জানা গেছে, তালতলা থানা এলাকার নুর আলি লেনের বাসিন্দা মহম্মদ তৌফিকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ।