পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুলেটিনে উধাও 72, রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা 324 থেকে বেড়ে হল 405 - কোরোনা ভাইরাস

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে কোরোনায় আক্রান্ত রোগীর কো মরবিডিটির কারণে মৃত্যুর কলামটিই তুলে দেওয়া হয়েছে ৷ তাহলে কী সব COVID-19 -এ আক্রান্ত রোগীর কোরোনায় মৃত্যু হয়েছে বলে মেনে নিল রাজ্য সরকার ? সেই প্রশ্নই উঠছে ৷

বুলেটিনে উধাও ৭২, রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা ৩২৪ থেকে বেড়ে হল ৪০৫
বুলেটিনে উধাও ৭২, রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা ৩২৪ থেকে বেড়ে হল ৪০৫

By

Published : Jun 9, 2020, 6:33 AM IST

কলকাতা, 8 জুন: সব মৃত্যুই COVID-19 এর কারণে হয়েছে বলে কি মেনে নিল রাজ্য সরকার ? 4 মে থেকে এ রাজ্যে কো মরবিডিটির কারণে COVID-19-এ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ছিল 72 । কিন্তু সোমবার স্বাস্থ্যদপ্তরের বুলেটিন থেকে উধাও হয়ে গেল এই 72টি মৃত্যু। তার পরিবর্তে জানানো হল, এ রাজ্যে COVID-19-এ মৃতের সংখ্যা ৪০৫ । অথচ, রবিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছিল, এ রাজ্যে COVID-19-এ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৪ । সরকারি চিকিৎসকরা বলছেন, সব মৃত্যুই COVID-19-এর কারণে হয়েছে তা মেনে নিয়েছে রাজ্য সরকার ।

এই বিষয়ে সরকারি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা বলেন, "অবশেষে সরকার মেনে নিল যে সব মৃত্যুই COVID-19-এর কারণে হয়েছে । তাহলে এতদিন যা বলেছিলেন তা ভুল ছিল এটা স্বীকার করে নেওয়া উচিত।" রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "এটা হওয়ারই ছিল। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছিলাম COVID-19-এ আক্রান্ত কারও মৃত্যু হলে তাঁর মৃত্যুর কারণ COVID-19-ই বলতে হবে ।"

এ রাজ্যে কোরোনায় আক্রান্ত এবং মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না সরকার । এমন অভিযোগ তুলেছিল সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ৷ বহু বিতর্কের পরে গত ৪ মে COVID-19 সংক্রান্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছিল, এ রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা 61 । তবে COVID-19-এ আক্রান্ত এ রাজ্যের আরও 72 জনের মৃত্যু হয়েছে ৷ তবে সেইসব মৃত্যু কো মরবিডিটির কারণে হয়েছে । অর্থাৎ, COVID-19-এ আক্রান্ত হলেও এই 72 জনের ক্ষেত্রে অন্য অসুখ ছিল । সেই অসুখের কারণেই 72 জনের মৃত্যু হয়েছে । এরপর সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে জানানো হয়, COVID-19-এ আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হলে কারণ হিসেবে COVID-19 বলতে হবে ।

প্রথমে COVID-19-এ আক্রান্ত এবং মৃতের প্রকৃত সংখ্যা না জানানোর অভিযোগ তুলে তৈরি হয় বিতর্ক । এর পরে COVID-19 রোগীর মৃত্যুর কারণ হিসাবে এই কো মরবিডিটির বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। বিতর্ক তৈরি হয়েছিল অডিট কমিটিকে কেন্দ্র করেও । কোনও কোরোনা আক্রান্তের মৃত্যু হলে তা COVID-19-এ নাকি অন্য কোনও কারণে তা যাচাই করার জন্য গঠিত হয়েছিল এই অডিট কমিটি । মৃত্যুর কারণ কেন এই অডিট কমিটি নির্ধারণ করে দেবে তা নিয়েও চলতে থাকে বিতর্ক । এদিকে গত 4 মে স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে কো মরবিডিটির কারণে 72 জনের মৃত্যুর কথা জানানো হলেও রবিবার পর্যন্ত এই সংখ্যা আর বাড়েনি । যদিও এর মধ্যেই এই অডিট কমিটির গঠন নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্যের জেরেও বিতর্ক তৈরি হয়েছিল । নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই অডিট কমিটি কে গঠন করেছেন তা তাঁর জানা নেই । ফলে অডিট কমিটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল । সোমবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে কো মরবিডিটির কারণে মৃত্যুর কলামটিই তুলে দেওয়া হয়েছে । দীর্ঘদিন ধরে কো মরবিডিটির কারণে COVID-19 রোগীর মৃত্যুর সংখ্যা ৭২-এ দাঁড়িয়ে থাকার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছিল, অডিট কমিটির অস্তিত্ব কি তা হলে আর নেই ? নাকি এ রাজ্যে COVID-19 রোগীর মৃত্যু কো মরবিডিটির কারণে হচ্ছে না ? প্রশ্ন উঠছে, অডিট কমিটি কি তাহলে বিলোপ করা হল ?

স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, 5 জুন 427 জন, শনিবার ৬ জুন 435 জন, 7 জুন 449 জন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ অর্থাৎ তিন দিনের মধ্যে প্রতিদিন রেকর্ড সংখ্যক COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে এ রাজ্যে । সোমবার এ রাজ্যে 400-র বেশি COVID-19 রোগীর খোঁজ পাওয়ার কথা জানানো হয়েছে বুলেটিনে । এ দিনের বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় এ রাজ্যে আরও 426 জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে । এ দিন পর্যন্ত এ রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,613 । এ দিকে রবিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছিল, এ রাজ্যে COVID-19-এ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 324 । সোমবার জানানো হয়, গত 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 405 । অথচ, 324-এর সঙ্গে 9 যুক্ত হলে হয় 333 । তা হলে কীভাবে 405 হয়ে গেল ? গত 4 মে থেকে যে 72টি মৃত্যুর কারণ কো মরবিডিটি বলা হচ্ছিল, সেই 72 সংখ্যাটি 333-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে । যদিও COVID-19-এ মৃত 405 জনের কো মরবিডিটির অবস্থার বিষয়ে সোমবারের বুলেটিনের গ্রাফিক্সে দেখানো হয়েছে, কো মরবিডিটি অ্যাবসেন্ট 34.4 শতাংশ ৷ এক্ষেত্রে মৃতের সংখ্যা 266 । কো মরবিডিটি প্রেজেন্ট 65.6 শতাংশ ৷ এক্ষেত্রে মৃতের সংখ্যা 139 । যার জেরে নতুন করে বিতর্ক শুরু হল বলে চিকিৎসকদের বক্তব্যে জানা গেছে ।
_____

ABOUT THE AUTHOR

...view details