পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা হাজার ছুঁল - কলকাতা পৌরনিগম

Lockdown
লকডাউন

By

Published : Jul 16, 2020, 7:27 AM IST

07:01 July 16

কলকাতা, 15 জুলাই : রাজ্যের কনটেনমেন্ট জ়োনে লকডাউন বাড়ানো হয়েছে । সময় যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় সংক্রমিত হয়েছে 1589 জন ।   মৃত্যু হয়েছে 20 জনের । 

07:01 July 16

রাজ্যে দিন দিন কমছে সুস্থতার হার ৷ বাড়ছে কোরোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা ৷ গতকাল নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় বলেন, আগামী দুমাসে আরও সংক্রমণ বাড়বে ৷ তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই ৷

07:01 July 16

এক টাইপিস্ট কোরোনায় আক্রান্ত হওয়ায় 24 তারিখ পর্যন্ত বিধানসভা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 27 জুলাই ফের খুলবে বিধানসভা ।

07:00 July 16

কোরোনা জয়ীদের কাজে লাগাতে একটি টিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের তরফ থেকে ৷ কোরোনায় আক্রান্ত হওয়ায় যারা অবসাদে ভুগছে, তাদের সাহায্য করবে এই টিম ।

06:59 July 16

কোরোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ গতকাল বিকেলে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷  জুন মাসে কোরোনা আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ৷

06:12 July 16

live state

পূর্ব বর্ধমানে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 15 জন ৷ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 277 ৷

ABOUT THE AUTHOR

...view details