পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 8 হাজার ছাড়াল - death due to covid 19 infection in west bengal

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 49 জনের ৷ মোট মৃতের সংখ্যা বেড়ে হল 8,025 ৷

Covid 19
কোরোনা প্রতীকী ছবি

By

Published : Nov 22, 2020, 8:54 PM IST

কলকাতা, 22 নভেম্বর : রাজ্যে একদিনে কমল আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থ হওয়ার হার ৷ 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা 3,591 ৷ মৃত্যু হয়েছে 49 জনের ৷ সুস্থ হয়েছেন 3,726 জন ৷ গতকাল রাজ্যে সংক্রমিত হয়েছিলেন 3,639 জন ৷

এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4,56,361 ৷ মৃত্যু হয়েছে 8,025 ৷ এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,23,129 জন ৷ রাজ্যে সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে 92.72 শতাংশ ৷

24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা 879 জন ৷ মৃত্যু হয়েছে 15 জনের ৷ অন্যদিকে জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 828 জন ৷ মৃত্যু হয়েছে 12 জনের ৷ এরপরেই রয়েছে হুগলি ৷ সেখানে সংক্রমিতের সংখ্যা 368 জন ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷ 22 নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট 55, 22, 964 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা 25, 207 ৷

ABOUT THE AUTHOR

...view details