পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ICMR-এর গাইডলাইন মেনে কোরোনায় ডেথ সার্টিফিকেট লেখার নির্দেশ - কলকাতা কোরোনা

ICMR-এর গাইড লাইন অনুযায়ী কোনও কোরোনা রোগীর মৃত্যুর হলে ডেথ সার্টিফিকেটে লেখার নির্দেশ দেওয়া হল ৷

death certificate should be written according to ICMR guidelines
ICMR-এর গাইডলাইন মেনে কোরোনায় ডেথ সার্টিফিকেট লেখার নির্দেশ

By

Published : Jul 7, 2020, 4:41 PM IST

কলকাতা, 7জুলাই : কোনওCOVID-19রোগীর মৃত্যু হলে, ICMR(ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেলরিসার্চ)-এর গাইডলাইন অনুযায়ী ওই রোগীর ডেথ সার্টিফিকেটে লেখার নির্দেশ দিলস্বাস্থ্য দপ্তর । ৬ জুলাই রাজ্যের সরকারি এবং বেসরকারি প্রতিটিCOVIDহাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্যদপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয় । এ রাজ্যেCOVID-19-এর সংক্রমণ বেড়েই চলেছে ।COVID-19রোগীদের জন্য সুচিকিৎসারব্যবস্থা নিশ্চিত করতে,প্রতিটিCOVIDহাসপাতালকে বিভিন্ন ধরনের খামতিপূরণের কথাও বলল স্বাস্থ্য দপ্তর ।

বিশেষজ্ঞরাবলছেন, COVID-19-এর সংক্রমণ এখন পিক অর্থাৎ,সর্বোচ্চ স্তরে পৌঁছনোর সময় ।5জুলাই পর্যন্ত এ রাজ্যে24ঘণ্টায় সর্বাধিক সংক্রমণের রেকর্ডতৈরি হয়েছে । গত5জুলাইস্বাস্থ্য দপ্তরেরCOVID-19সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছে, 24ঘণ্টায় এ রাজ্যে895জনCOVID-19আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ।সোমবার, 6জুলাই আক্রান্তের সংখ্যা একটু কম হলেও, 24ঘণ্টার নিরিখে এখনও পর্যন্ত এ রাজ্যেসর্বাধিক মৃত্যু হয়েছে । স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়েছে,গত24ঘণ্টায়861জনCOVID-19আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ।6জুলাই পর্যন্ত এ রাজ্যেCOVID-19আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে22,9876জুলাইয়ের বুলেটিনে জানানো হয়েছে24ঘণ্টায় এ রাজ্যেCOVID-19-22জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত24ঘণ্টার নিরিখে এটাই এ রাজ্যেসর্বাধিক মৃত্যু ।6জুলাইপর্যন্ত এ রাজ্যেCOVID-19-এ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে779

COVID-19রোগীদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার জন্য রাজ্যেরসরকারি এবং বেসরকারি প্রতিটিCOVIDহাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার6জুলাই স্বাস্থ্য দপ্তর যে সব পরামর্শ দিয়েছে,তার মধ্যে রয়েছে,কোনওCOVID-19রোগীর মৃত্যু হলে,তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ যেনICMR-এর গাইডলাইন অনুযায়ী লেখা হয় । চিকিৎসকরা জানিয়েছেন,কোনওCOVID-19রোগীর মৃত্যু হলে,এই মৃত্যুর জন্য প্রথম কারণ হিসাবেCOVID-19লেখার কথাICMR-এর গাইডলাইনে বলা আছে । তবে,শুধুমাত্র এমন পরামর্শ নয় ।COVID-19রোগীদের চিকিৎসার সময় গাইডলাইন অনুযায়ী ভেন্টিলেশন,অ্যান্টিবায়োটিক,স্টেরয়েড ব্যবহারের কথাও এই পরামর্শে বলা হয়েছে‌ । এসবের পাশাপাশিCOVID-19রোগীদের জন্য সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে6জুলাই যেমন রাজ্যের প্রতিটিCOVIDহাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথভাবে টপ শিটরক্ষণাবেক্ষণের কথা ফের জানিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর ৷ তেমনই,COVID-19রোগীদের চিকিৎসার বিষয়ে প্রতিদিন বেড হেড টিকিটে রেকর্ড রাখার কথা বলা হয়েছে ।ভরতির সময় সবCOVID-19রোগীরECGএবং সিকCOVID-19রোগীরABGকরার কথাও প্রতিটিCOVIDহাসপাতাল কর্তৃপক্ষকে6জুলাই পরামর্শ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।

ABOUT THE AUTHOR

...view details