কলকাতা, 1 ডিসেম্বর: যখন একের পর এক উন্নমানের যন্ত্র ও পরিষেবায় সেজে উঠছে শহরের স্বাস্থকেন্দ্রগুলি, তখন এক অন্য ছবি ধরা পড়ল বউবাজার এলাকায় ৷ বড় রাস্তা ধরে বস্তির ভিতরে ঢুকে তস্য গলির মধ্যে লোহার গ্রিলে ঘেরা এক চিলতে ঘর । সেই ঘরই এখন কলকাতার 48 নম্বর ওয়ার্ডের প্রায় 20 হাজারের বেশি মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ভরসা (Dearth of place forces KMC to run health centre) ।
রাজ্যের শাসকদল কলকাতা পৌরনিগমের নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি কলকাতাবাসীকে দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা । সেই লক্ষ্যে ইতিমধ্যে কলকাতায় একগুচ্ছ স্যাটেলাইট হেলথ সেন্টার করার কাজও শুরু হয়েছে । তবে শিয়ালদা লাগোয়া 48 নম্বর ওয়ার্ডে যেন পৌর স্বাস্থ্য পরিষেবার এক অন্য ছবি দেখা ধরা পড়ল । স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে'র আশ্বাস, সামনেই একটি জায়গা চিহ্নিত করা হয়েছে । কলকাতা পৌরনিগমের তরফে সেখানে দ্রুত তৈরি করা হবে আধুনিক মানের হেলথ সেন্টার বা স্বাস্থ্যকেন্দ্র ।
সূত্রের খবর, এই ওয়ার্ডে বর্তমান হেলথ সেন্টারের উলটো দিকেই অল্প পৌরনিগমের জায়গা রয়েছে । সেখানে একটি জিমও রয়েছে । পরিকল্পনা রয়েছে ওই তিনতলা ভবনের একটি তলায় জিম ও বাকি দু'টি তলায় হেলথ ইউনিট করা হবে । বিষয়টি বিগত কাউন্সিলরদের সময় নির্দিষ্ট হলেও কাজ আর বেশি এগোয়নি । ফলে সেভাবেই থেকে যায় বিষয়টি ।