পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যাদবপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার অধ্যাপকের মৃতদেহ

যাদবপুর থানা এলাকার এল আই জি ব্লকের স্থানীয়রা আজ অধ্যাপক উদয়ন মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয়রা । খবর পেয়ে পুলিশ দরজা খুলে দেখে মৃতদেহ উদ্ধার করে ।

deadbody of a professor was recovered from his flat in kolkata
উদ্ধার অধ্যাপকের মৃতদেহ

By

Published : Feb 7, 2021, 10:24 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : বন্ধ ঘর থেকে উদ্ধার হল অধ্যাপকের মৃতদেহ। মৃতের নাম উদয়ন মুখোপাধ্যায় । রবিবার সন্ধ্যায় যাদবপুর থানা এলাকার এল আই জি ব্লকের এই ঘটনাটি প্রকাশ্যে আসে ।

উদয়নবাবু বিদেশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি গেস্ট লেকচারার হিসেবে কাজ করেছেন । স্থানীয় বাসিন্দারা জানান, তাঁর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল । ডাকাডাকি করে তাঁর সাড়া না পেয়ে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের । খবর যায় যাদবপুর থানায় । পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ফ্ল্যাটের দরজা খুলে দেখে মেঝেতে পড়ে রয়েছেন বছর 63-র ওই অধ্যাপক ।

আরও পড়ুন : বিয়ের 15 দিনের মাথায় অধ্যাপকের অপমৃত্য়ু, স্ত্রী-শ্বশুরের জেল হেপাজত

পুলিশ সূত্রের খবর দেহের একাংশ পচন ধরেছে । ঘটনাস্থানে আসে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা । গোয়েন্দাদের অনুমান দুদিন আগে মৃত্যু হয়েছে তাঁর । ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তার পরিবারের লোকজনকে খবর দিয়েছে পুলিশ । কলকাতা পুলিশের ডিসি এসএসডি রাশেদ মনির খান জানিয়েছেন, আপাতত পুলিশের তরফ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details