পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্যাংরায় জোড়া খুন : রক্তমাখা বালতি ঘিরে দানা বাঁধছে রহস্য - শ্বশুর-বউমা দু'জনকেই প্রাণে মারতে চেয়েছিল কেউ

গতরাত ন'টা পনেরো নাগাদ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুই চিন বংশোদ্ভূত কলকাতাবাসীকে । সম্পর্কে তারা শ্বশুর-বউমা । দেহ দুটি উদ্ধার করে ট্যাংরা থানার পুলিশ কর্তারা পাঠিয়ে দেয় NRS হাসপাতালে ‌। সেখানে বউমা মেইহাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । পরে শ্বশুর লি কা সংয়ের মৃত্যু হয় ৷ তবে এটা নিছকই মৃত্যু না খুন তা নিয়ে দানা বাঁধছে রহস্য ৷

ফাইল ফোটো

By

Published : Aug 24, 2019, 8:39 AM IST

Updated : Aug 24, 2019, 9:48 AM IST

কলকাতা, 24 অগাস্ট : শ্বশুর-বউমা দু'জনকেই প্রাণে মারতে চেয়েছিল কেউ । বালতি দিয়ে মুখে মারা হয়েছে বলে সন্দেহ পুলিশের । আর তাতেই মৃত্যু হয়েছে দু'জনের ৷ কারণ, পুলিশ রক্তমাখা একটি বালতিও উদ্ধার করেছে । প্রাথমিকভাবে আঘাতের ধরন দেখে পুলিশের সন্দেহ, এটি খুনের ঘটনা । আজ দেহ দুটির ময়নাতদন্ত করা হবে ৷

গতরাত ন'টা পনেরো নাগাদ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই দুই চিন বংশোদ্ভূত কলকাতাবাসীকে । সম্পর্কে তারা শ্বশুর-বউমা । শ্বশুর লি কা সংয়ের বয়স 80 । আর বউমা লি হউ মেইহার বয়স 60 । দেহ দুটি উদ্ধার করে ট্যাংরা থানার পুলিশ কর্তারা পাঠিয়ে দেয় NRS হাসপাতালে ‌। সেখানে মেইহাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । সংয়ের অবশ্য তখনও প্রাণ ছিল । পরে মৃত্যু হয় তাঁরও ।

মৃত বউমা লি হউ মেইহা

প্রাথমিকভাবে জানা গেছে, ৮/১ নিউ ট্যাংরা রোডের ওই বাড়িটি ভেতর থেকে বন্ধ ছিল । তবে, ঘরের ভেতর থেকে কিছু খোয়া যায়নি । সংয়ের ছেলে অর্থাৎ মেইহার স্বামী লি ওয়ান থো সন্ধ্যা 7টা 11 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান । ফিরে আসেন 8টা 20 নাগাদ । ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ । সবটা খতিয়ে দেখে পুলিশের ধারণা, যদি এটা খুনের ঘটনা হয় তাহলে খুনি শুধুমাত্র সেই মতলবেই ঘরে এসেছিল‌ । জিনিসপত্র লুটপাট করা তার উদ্দেশ্য ছিল না । হয়তো কোনও আক্রোশ থেকে পরিচিত কেউ ঘটিয়েছে এই ঘটনা । তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়টা ।

এই সংক্রান্ত আরও খবর : ট্যাংরায় ঘর থেকে উদ্ধার মহিলার দেহ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার শ্বশুরও

Last Updated : Aug 24, 2019, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details