কলকাতা, 16 অক্টোবর : নেতাজি নগরে উদ্ধার হল যুবকের দেহ । তাঁর গলায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে । ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় । উদ্ধার হওয়া দেহ ময়নাতদন্তের জন্য SSKM হাসপাতালে পাঠানো হয়েছে । মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ।
গলায় গভীর ক্ষত চিহ্ন, নেতাজি নগরে উদ্ধার যুবকের দেহ - Kolkata news
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম অরিন্দম সর্দার(29) । বাড়ি পদ্মপুকুর রোডে । আজ সকালে বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ । তাঁর গলায় গভীর ক্ষতচিহ্ন থাকায় আত্মহত্যা বলেও মানতে পারছে না পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম অরিন্দম সর্দার(29) । বাড়ি পদ্মপুকুর রোডে । আজ সকালে বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ । ওই যুবকের বাবা কলকাতা পৌরনিগমে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কর্মী । বাণিজ্যে স্নাতক অরিন্দম কুঁদঘাটে একটি মোবাইলের শোরুমে চাকরি করতেন । লকডাউনের জেরে তিন মাস আগে তাঁর চাকরি চলে যায় । তার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন অরিন্দম ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মাঝেমধ্যেই আকন্ঠ মদ্যপান করতেন অরিন্দম । গতরাতেও মদ্যপান করেছিলেন তিনি । তবে কি অবসাদে মদ্যপান করে আত্মহত্যা করলেন অরিন্দম? কিন্তু তাঁর গলার গভীর ক্ষত চিহ্ন নানা প্রশ্নের জন্ম দিয়েছে তদন্তকারীদের মনে । অরিন্দম কোনও সুইসাইড নোট লিখে গেছেন কি না সে বিষয়ে খোঁজ চলছে । DC সাউথ সুবারবার্ন রসিদ মুনির খান জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে ।