পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Park Street Murder : পার্ক স্ট্রিট থেকে উদ্ধার শিক্ষকের রক্তাক্ত দেহ - খ্রিস্টোফার রেনডোল এলেন

খুব কম সময়ের ব্যবধানে শহরে একের পর এক খুনের ঘটনা ঘটে চলেছে ৷ এবার পার্ক স্ট্রিট এলাকায় একটি বাড়ি থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ ৷

মৃত শিক্ষক
মৃত শিক্ষক

By

Published : Nov 6, 2021, 12:51 PM IST

কলকাতা, 6 নভেম্বর : ফের শহরে খুন ? গড়িয়াহাট, ঠাকুরপুকুর, হরিদেবপুর, শেক্সপিয়র সরণির পর এবার খুন পার্ক স্ট্রিট থানা এলাকায় ৷

জানা গিয়েছে, পার্ক স্ট্রিটে এলিয়েট পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 54 বছর বয়সী এক ব্যক্তির দেহ । মৃতের নাম খ্রিস্টোফার রেনডোল এলেন । তিনি পেশায় শিক্ষক ছিলেন ৷ গোয়েন্দা সূত্রের খবর, মৃতদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন মিলেছে ।

আরও পড়ুন : Gariahat Double Murder Case : বিভ্রান্ত করছে ভিকি, এখনও উদ্ধার করা যায়নি খুনে ব্যবহৃত অস্ত্র

এলাকার বাসিন্দারা প্রথমে পার্ক স্ট্রিট থানায় ফোন করে খবর দেয় । পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । ঘটনায় মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ । এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details