পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Body Recovered in Ultadanga : বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ অধ্যাপক, দেহ মিলল উল্টোডাঙ্গায় - Body Recovered in Ultadanga

উল্টোডাঙ্গা স্টেশনের কাছ থেকে অভিজিৎ শর্মা নামে এক অধ্যাপকের দেহ উদ্ধার হল (Body Recovered in Ultadanga) ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Ultadanga News
নিখোঁজ অধ্যাপক

By

Published : Apr 19, 2022, 9:58 PM IST

কলকাতা, 19 এপ্রিল :উল্টোডাঙ্গায় অধ্যাপকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (Body Recovered in Ultadanga) ৷ অধ্যাপকের নাম অভিজিৎ শর্মা (51) । তিনি মৌলানা আজাদ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন ৷

জানা গিয়েছে, অধ্যাপক অভিজিৎবাবুর বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ৷ গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে হাঁটতে বেরোন অধ্যাপক অভিজিৎবাবু ৷ এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি ৷ তারপরে এদিন সকালে পরিবারের কাছে ফোন আসে অধ্যাপকের দেহ পাওয়া গিয়েছে উল্টোডাঙ্গা স্টেশনের কাছে । অধ্যাপকের পরিবার সূত্রে খবর, প্রতিদিনই নিয়ম করে সন্ধ্যা সাতটা নাগাদ হাঁটতে বেরোতেন অভিজিৎবাবু। রাত ন'টার মধ্যে তিনি ফিরে আসতেন । কিন্তু গতকাল নটা বেছে গেলেও অভিজিৎবাবু না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় । এমনকী নিখোঁজের ডায়েরিও করা হয়।

আরও পড়ুন :Son Kills Father : মদ্যপ ছেলের হাতে খুন মদ্যপ বাবা, চাঞ্চল্য শিলিগুড়িতে

এরপরে এদিন সকাল 11টা নাগাদ পরিবারের কাছে ফোন আসে যে একজনের দেহ পাওয়া গিয়েছে যার সঙ্গে অভিজিৎ শর্মাj মিল রয়েছে । তারপরে পরিবারের তরফে দেহ শনাক্ত করা হয় । অভিজিৎবাবুর একটি ছেলে রয়েছেন যিনি দিল্লিতে পড়াশুনা করেন । বাড়িতে স্ত্রীও রয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details