কলকাতা, 19 এপ্রিল :উল্টোডাঙ্গায় অধ্যাপকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (Body Recovered in Ultadanga) ৷ অধ্যাপকের নাম অভিজিৎ শর্মা (51) । তিনি মৌলানা আজাদ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন ৷
জানা গিয়েছে, অধ্যাপক অভিজিৎবাবুর বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ৷ গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে হাঁটতে বেরোন অধ্যাপক অভিজিৎবাবু ৷ এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি ৷ তারপরে এদিন সকালে পরিবারের কাছে ফোন আসে অধ্যাপকের দেহ পাওয়া গিয়েছে উল্টোডাঙ্গা স্টেশনের কাছে । অধ্যাপকের পরিবার সূত্রে খবর, প্রতিদিনই নিয়ম করে সন্ধ্যা সাতটা নাগাদ হাঁটতে বেরোতেন অভিজিৎবাবু। রাত ন'টার মধ্যে তিনি ফিরে আসতেন । কিন্তু গতকাল নটা বেছে গেলেও অভিজিৎবাবু না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় । এমনকী নিখোঁজের ডায়েরিও করা হয়।