পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যোধপুর পার্কের অতিথিশালায় বিদেশিনীর দেহ উদ্ধার, বাড়ছে রহস্য

ভারত ভ্রমণে এসেছিলেন । সেইসূত্রেই কলকাতায় আসা । আজ মুম্বইয়ের জন্য রওনা দেওয়ার কথা ছিল । তার আগেই গেস্ট হাউজ়ের ঘর থেকে উদ্ধার হল বিদেশিনীর দেহ ।

ছবিটি প্রতীকী

By

Published : Oct 19, 2019, 10:39 PM IST

কলকাতা, 19 অক্টোবর : এসেছিলেন ভারত ভ্রমণ করতে । সেই সূত্রেই কলকাতায় আসা । আজ মুম্বইয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই যোধপুর পার্কের অতিথিশালা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল ব্রিটিশ মহিলাকে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । নাম হেলেন মারিয়া (69) । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলা হেলেন ব্রিটিশ হলেও কয়েক বছর ধরে স্পেনের ফ্লোরান্টাইলসে থাকছিলেন । চলতি মাসের 6 তারিখ ছ'জন বন্ধু মিলে ভারত ভ্রমণে আসেন । এঁদের মধ্যে তিন জন ব্রিটিশ নাগরিক । আর বাকি তিন জন স্পেনের নাগরিক । পিটার জর্জ রবার্টের তত্ত্বাবধানে তাঁরা প্রথমে দিল্লি যান । উত্তর ভারত ঘুরে 17 অক্টোবর তাঁরা কলকাতায় আসেন । যোধপুর পার্কের একটি অতিথিনিবাসে ওঠেন ।

অতিথিশালা সূত্রে খবর, আজ শনিবার পর্যন্ত তাঁদের বুকিং ছিল । দুপুরে হেলেনকে ডাকাডাকি করেন সঙ্গীরা । কিন্তু ঘরের দরজা না খোলায় অতিথিশালার তরফে লেক থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে দরজা ভাঙে । অচৈতন্য অবস্থায় ঘরের ভিতর থেকে হেলেনকে উদ্ধার করা হয় । পাঠানো হয় এম আর বাঙ্গুর হাসপাতালে । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই অতিথিনিবাসে এসেছে সায়েন্টিফিক উইং । মৃতের সঙ্গীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । হেলেনার সঙ্গীরা জেরায় জানিয়েছেন, গত রাতে সকলে মদ্যপান করেছিলেন । তবে কি অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হল মহিলার ? না কি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ । আগামী কাল মৃতের ময়নাদতন্ত করার পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ । ততক্ষণ পর্যন্ত মৃতের সঙ্গীদের শহর ছাড়তে নিষেধ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details