কলকাতা, 29 মে: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হামলার পর শালবনিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কনভয়ে হামলা চালায় কুড়মি সমাজ । ভাঙা হয় বিধায়ক বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ । সেই ঘটনায় সব কুড়মিকে দোষ দেওয়া চলবে না ৷ এটা বোঝাতেই আজ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের উদাহরণ টানলেন পৌর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম ৷
কুড়মিদের নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ দিন ফিরহাদ হাকিম বলেন, "আমি একটা সম্প্রদায় থেকে আসি, যেখানে দাউদ ইব্রাহিম রয়েছে । তাহলে কি সবাই দাউদ ইব্রাহিম ? একইভাবে একজন কুড়মি কী করল, সেই কারণে সব কুড়মিকে দোষী বলা চলে না ।" ফিরহাদ এ দিন জানান, ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা সিআইডি । শিক্ষক রাজেশ মাহাত-সহ মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে । প্রশাসনের এই মনোভাব কি কুড়মিদের চাপে রাখার জন্য ?