কলকাতা, 26 মে:দূষণে জর্জরিত মহানগরের থেকে দূরে কয়েক দিন মুক্ত বাতাসের খোঁজে বহু মানুষের গন্তব্য হয় পাহাড়ের রানি দার্জিলিং । তবে পাহাড়প্রেমীদের জন্য এ বার রয়েছে দুঃসংবাদ । বায়ু দূষণের নিরিখে রাজ্যের অন্যতম দূষিত শহর হতে চলেছে দার্জিলিং । একটি গবেষণা রিপোর্ট এমনই চমকে দেওয়া তথ্য সামনে এনেছে । কলকাতার বোস ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায় এই গবেষণায় নেতৃত্ব দেন । অ্যাটমোস্ফিয়ারিক এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য ।
গবেষণা অনুসারে তথ্য বলছে, দ্রুত রাজ্যের 6টি দূষিত শহরের পরেই 2024 সাল নাগাদ দার্জিলিং-ও সেই তালিকায় স্থান করে নেবে । 2009-2021 পর্যন্ত টানা এই গবেষণা চালানো হয়েছে দার্জিলিং শহরে । এই গবেষণায় অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, কানপুরের ইন্ডিয়ান ইনস্টটিউট অফ টেকনোলজির অধ্যাপক অভিনন্দন ঘোষ ও বোস ইনস্টিটিউটের অধ্যাপক মনামি দত্ত এই গবেষণা করেছেন ।
গোটা দেশের 131টি দূষিত শহরের মধ্যে রাজ্যের থেকে শুধু দার্জিলিং অন্তর্ভুক্ত হতে চলেছে । অধিকাংশ মানুষের কাছেই দার্জিলিং স্বপ্নের ভ্রমণস্থান । পর্যটকদের মতে, এখানকার পাহাড়ি বায়ু দূষণমুক্ত । তবে গবেগণায় তার উলটো চিত্র উঠে আসছে । জানা যাচ্ছে, পিএম 10 মাত্রার উপর লক্ষ্য রাখা হয় প্রথমে । দেখা গিয়েছে, গরমের সময় মার্চ থেকে মে মাস পর্যন্ত এবং শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পিএম 10 মাত্রা সূচক অতিক্রম করে ফেলছে । তা থাকার কথা প্রতি ঘনমিটারে 60 মাইক্রোগ্রাম, তবে ওই দুই মরশুমে পেরিয়ে যাচ্ছে 70 মাইক্রোগ্রাম । পিএম 2.5 মাত্রাও নির্ধারিত সূচক পেরিয়ে যাচ্ছে ।