পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভালকিসদের সেটপিস আটকাতে বিশেষ জোর ফাওলারের - ড্যানি ফক্স

সুস্থ হয়ে উঠেছেন অ্যারন হলোওয়ে ৷ ইতিমধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন। বল নিয়ে প্র্যাকটিস করছেন। তাঁর অনুশীলনের পারফরম্যান্স দেখে খুশি কোচ রবি ফাওলার।

football
football

By

Published : Dec 9, 2020, 9:10 AM IST

কলকাতা, 9 ডিসেম্বর : বৃহস্পতিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্যানি ফক্সের খেলার সম্ভাবনা নেই। তবে এসসি ইস্টবেঙ্গল অধিনায়ক দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সবকিছু ঠিক থাকলে 15 ডিসেম্বর হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে ফিরতে পারেন। তবে আরেক বিদেশি অ্যারন হলোওয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে তাঁকে দেখা যেতে পারে। ইতিমধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন। বল নিয়েও প্র্যাকটিস করছেন। তাঁর অনুশীলনের পারফরম্যান্স দেখে খুশি কোচ রবি ফাওলার।

ইতিমধ্যে ফুটবলারদের সবকিছু ভুলে নতুনভাবে শুরু করতে বলেছেন। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পরাজিত হলেও ইস্টবেঙ্গলের খেলায় উন্নতির ঝলক। বিশেষ করে ভারতীয় ফুটবলারদের খেলায় মরিয়া মনোভাব দলের খেলায় উন্নতিতে সাহায্য করছে। ইতিমধ্যে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে জামশেদপুর এফসি দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। ভালকিস একাই জোড়া গোল করে নায়ক। পাশাপাশি অ্যালেন এবং জ্যাকিচাদ সিংয়ের দুরন্ত পারফরম্যান্স সবুজ মেরুন বধের অন্যতম কারণ। আইএসএলে প্রথম জয় পাওয়ার পর জামশেদপুর এফসি আত্মবিশ্বাসী। প্রতিপক্ষের আত্মবিশ্বাসী ছবি রবি ফাওলারের নোটবুকে উঠে পড়েছে। টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি।

সেটপিসে মুন্সিয়ানা জামশেদপুর এফসির আক্রমণের বিশেষত্ব। সেকথা মাথায় রেখেই অনুশীলনে ডিফেন্ডারদের নিয়ে বিশেষ অনুশীলন করিয়েছেন ফাওলার। এদিকে গোলমুখে প্রকৃত স্ট্রাইকারের অভাব রয়েছে এসসি ইস্টবেঙ্গলের। জানুয়ারির আগে নতুন বিদেশি স্ট্রাইকার আসার সম্ভাবনা নেই। ফলে জেজে, সিকে বিনীথ, বলবন্ত সিংকে দিয়ে গোলের রাস্তা খুলতে হবে ফাওলারের। তাই চোট আঘাত নিয়ে আশার আলো জ্বলে ওঠার সঙ্গে ভালকিসদের আটকানোর অঙ্ক কষতে ব্যস্ত লাল হলুদ হেডস্যার।

ABOUT THE AUTHOR

...view details