কলকাতা পুলিশ, 27 মার্চ : বৈদ্যুতিক ও কেবল লাইনের তারের জালেই অগ্নিকাণ্ডের মতো বিপদের শঙ্কা বাড়ছে মহানগরের বস্তিগুলিতে (electric and cable lines in kolkata slum increasing the risk of fire)। কলকাতা পৌরনিগমের বস্তি বিভাগও মনে করছে, শহরের বুকে বস্তি এলাকাগুলিতে অগ্নিকাণ্ডে দ্রুত আগুন ছড়াচ্ছে বস্তি জুড়ে যথেচ্ছ ভাবে ছড়িয়ে থাকা বিভিন্ন বৈদ্যুতিক তারের কারণেই ৷ এই তারের মধ্যে ইলেক্ট্রিক তারের পাশাপাশি কেবলের তারও রয়েছে ৷ এমন তথ্য মিলেছে লালবাজার সূত্রেও । পুলিশের এই তথ্য উড়িয়ে দিতে পারছেন না কলকাতা কর্পোরেশনের বস্তি বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দারও । বস্তি বিভাগের আধিকারিকরাও মানছেন বিষয়টি ৷
সূত্রের খবর, এই সমস্যা সমাধানে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পৌরনিগম ৷ কিন্তু মাস গড়িয়ে গেলেও সমাধান কিছুই হয়নি । শুধু সাধারণ বস্তি নয় মডেল বস্তির তারের এই জালের অবস্থাও বিপজ্জনক । কলকাতা কর্পোরেশনের তথ্য বলছে, শহরের উত্তর, দক্ষিণ মিলিয়ে রয়েছে 3089টি বস্তি । উত্তর কলকাতায় রয়েছে 1419টি এবং দক্ষিণ কলকাতায় রয়েছে 1670টি । দীর্ঘ কয়েক বছর ধরে শহরের বস্তি গুলির প্রায় 80 শতাংশের বিদ্যুতের তার বা কেবলগুলি বিপজ্জনক অবস্থায় রয়ে গিয়েছে। বিপদের আশঙ্কা নিয়েই বস্তিবাসী মানুষকে দিনের পর দিন কাটাতে হয় । সম্প্রতি কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশন এবং বাজেট, দুই জায়গাতেই বস্তির এই অবস্থা এবং অগ্নিনির্বাপণ অব্যবস্থা নিয়ে সমীক্ষা করার কথা জানায় ।