কলকাতা, 20 সেপ্টেম্বর: দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদের মর্যাদাহানি করা হয়েছে । দেশের পিছিয়ে পড়া দলিত-আদিবাসীদের সাংবিধানিক অধিকার হরণ চলছে । এই অভিযোগ ও 17 দফা দাবিতে দিল্লির নতুন সংসদ ভবন অভিযানের ডাক দিল দেশের একশোরও বেশি দলিত-আদিবাসী সংগঠন । ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনের সময় এই অভিযানের ডাক দেওয়া হয়েছে । আগামী 4 ডিসেম্বর সংসদ ভবন অভিযানের আগে দেশজুড়ে প্রচার কর্মসূচি ও স্বাক্ষর অভিযান চালানো হবে । এক লক্ষেরও বেশি আদিবাসী ও দলিতের পিছিয়ে পড়া মানুষের দাবি দাওয়ার কথা জানিয়ে সেই স্বাক্ষর রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে ।
দলিত শোষণ মুক্তি মঞ্চের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ এবং সিপিএম পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম বলেন, "স্বাধীনতার 75 বছরেও আদিবাসীরা এখনও নিজেদের ন্যায্য অধিকার, সংরক্ষণ থেকে বঞ্চিত । অথচ, দুই সরকার কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে যে তারা আদিবাসী, পিছিয়ে পড়া জনজাতিদের জন্য বিশাল কিছু করেছে । ওই কোটি কোটি টাকার বিজ্ঞাপনগুলি অন্তঃসারশূন্য । দলিত আদিবাসী সম্প্রদায়ের থেকে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে দলিত প্রেমের কথা বলছে কেন্দ্রের বিজেপি সরকার । অথচ, তাঁর সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও নতুন সংসদ ভবন উদ্বোধনে তাঁকে ডাকাই হল না । দ্রৌপদী মুর্মুর পরিবর্তে নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন । আসলে বিজেপি সরকার দেশজুড়ে মনুবাদ প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে পড়েছে । তাই, সাংবিধানিক-আইনি অধিকার আদায়ে সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছে । দলিত শোষণ মুক্তি মঞ্চ ছাড়াও দেশের একশোরও বেশি আদিবাসী এবং জনজাতির সংগঠন সম্প্রতি হায়দরাবাদে সম্মিলিত হয়েছিল । সকলের সর্বসম্মতিক্রমে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের 'নাটকীয় দলিত প্রেম'-এর বিরুদ্ধে প্রচার আন্দোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে ।"