পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Metro Service for Exam: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পরীক্ষার দিনে দক্ষিণেশ্বর-কবি সুভাষ বাড়তি মেট্রো - উচ্চমাধ্যমিক

মাধ্যমিক পরীক্ষার দিনগুলোয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Special Metro Service for Exam) ৷ আজ একটি বিবৃতি জারি করেছে তারা ৷

Special Metro Service for Exam ETV BHARAT
Special Metro Service for Exam

By

Published : Feb 22, 2023, 10:06 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ৷ আর তারপর আগামী 14 মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ দুই বড় পরীক্ষার জন্য বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Dakshineshwar to Kavi Subhash Special Train) ৷ কলকাতা মেট্রোর ব্লিু লাইন অর্থাৎ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত এই মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে (Special Train for Madhyamik Eaxm Day) ৷ আজ এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো রেল ৷

পরীক্ষার টাইম টেবিলের সঙ্গে সামঞ্জস্য রেখেই ওই দিনগুলিতে মেট্রো চলবে ৷ পরীক্ষা শুরু এবং শেষের পর চলানো হবে বাড়তি মেট্রো। ব্লু লাইনে 25 ফেব্রুয়ারি, 4 মার্চ, 18 মার্চ এবং 25 মার্চ এই চারটি শনিবার আটটি বাড়তি মেট্রো চলবে ৷ অর্থাৎ, 234টির পরিবর্তে এই দিনগুলিতে চলবে 242টি মেট্রো ৷

ওই দিনগুলিতে সকল 10 টা থেকে বেলা 12টার মধ্যে আপ লাইনে দু’টি এবং ডাউন লাইনে দু’টি স্পেশাল ট্রেন চলবে ৷ আবার একইভাবে বিকেল 3টে থেকে বিকেল 5টার মধ্যে আপ লাইনে দু’টি এবং ডাউন লাইনে দু’টি স্পেশাল ট্রেন চলবে ৷ পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষ হওয়ার পর প্রতি 5-6 মিনিট অন্তর পাওয়া যাবে পরিষেবা ৷

আরও পড়ুন:মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা, মাধ্যমিক পরীক্ষায় ব্যাঘাতের অভিযোগ বামেদের

ব্লু লাইনে আপ ও ডাউনে স্পেশাল মেট্রোর সময়সূচি--

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার স্পেশাল মেট্রো পাওয়া যাবে সকাল 9টা 50 মিনিটে ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো বেলা 11টা 6 মিনিটে ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো পাওয়া যাবে সকাল 10টার সময় ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো পাওয়া যাবে 10টা 55 মিনিটে ৷

পরীক্ষা শেষ হওয়ার পর, বেলা 3 টের থেকে বিকেল 5 টা পর্যন্ত আপ ও ডাউন লাইন মিলিয়ে 4টি বিশেষ মেট্রো চলবে ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার স্পেশাল মেট্রো পাওয়া যাবে বিকেল 3টে 4 মিনিটে ৷

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো পাওয়া যাবে বিকেল 4টে 15 মিনিটে ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের স্পেশাল মেট্রো বিকেল 3টে 10 মিনিটে ৷

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর বিকেল 4টে 12 মিনিটে ৷

ABOUT THE AUTHOR

...view details