কলকাতা, 15 মে : ফের রেকর্ড গড়ল রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 144 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 136 ৷ তবে ভাল খবর, আজ সংক্রমণের সংখ্যা নামল 20 হাজারের নীচে ৷ আজ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 19 হাজার 511 জন ৷
শেষ কয়েকদিন রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছিল 20 হাজারের গণ্ডি ৷ গতকালও আক্রান্ত হন 20 হাজার 846 জন ৷ শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19 হাজার 211 জন ৷ যা গতকালের থেকে খানিকটা বেশি ৷ 15 মে পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 31 হাজার 948 জন ৷