কলকাতা, 23 মে : রাজ্যে কিছুটা কমল করোনা সংক্রমণ ৷ বাড়ল সুস্থতার হার ৷ একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে 19 হাজার লোক ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার 88.57 শতাংশ ৷
শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 18 হাজার 422 জন ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 18 হাজার 863 জন ৷ অন্যদিকে 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 19 হাজার 429 জন ৷ গতকাল সুস্থ হয়েছিলেন 19 হাজার 202 জন ৷ তবে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা চিন্তায় রাখছে সরকারকে ৷ আজও রাজ্যে 156 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল 14 হাজার 364 জনের ৷ 23 মে পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 30 হাজার 525 জন ৷