পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona in west Bengal : গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 510, মৃত 11 - daily covid update of west bengal

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি শহর কলকাতায় ৷

Corona in west Bengal
Corona in west Bengal

By

Published : Aug 30, 2021, 11:05 PM IST

কলকাতা, 30 অগস্ট : রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 500-র গণ্ডি পার করল ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 510 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এর পাশাপাশি গতকালের থেকে মৃতের সংখ্যা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 11 জনের ৷

সোমবার রাতের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে 510 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 48 হাজার 58 ৷ এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায় ৷ আক্রান্তের সংখ্যা 81 ৷ এরপর রয়েছে উত্তর 24 পরগনা ৷ জেলাটিতে গত 24 ঘণ্টায় 79 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ পাশাপাশি কলকাতায় মৃতের সংখ্যা 2 ৷ গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 3 জনের ৷

ABOUT THE AUTHOR

...view details