কলকাতা, 16 মে : রাজ্যে ফের খানিকটা কমল দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 19 হাজার 3 জন ৷ সুস্থ হয়েছেন 19 হাজার 101 জন ৷ এছাড়া রাজ্যে বাড়ছে সুস্থতার হারও ৷
গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 19 হাজার 113 জন ৷ অর্থাৎ শেষ 24 ঘণ্টায় রাজ্যে প্রায় 110 জন কম আক্রান্ত হয়েছেন ৷ এছাড়া রাজ্যে বেড়েছে সুস্থতার হারও ৷ গতকাল রাজ্যে সুস্থতার হার ছিল 87.20 শতাংশ ৷ আজ তা বেড়ে হয়েছে 87.42 শতাংশ ৷ তবে গতকালের থেকে আজ বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গতকালের এবং আজকের করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা একই । সংখ্যাটা 147 ৷ একদিনের হিসেবে যা এখনও পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ ৷