কলকাতা, 13 সেপ্টেম্বর : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ৷ গতকালের তুলনায় প্রায় 250 জন কম আক্রান্ত হয়েছেন ৷ গতকাল আক্রান্ত হয়েছিলেন 751 জন ৷ আজ আক্রান্তের সংখ্যা 506 ৷ দৈনিক মৃতের সংখ্যা 10 ৷ তবে গতকালের তুলনায় আজ নমুনা পরীক্ষা কম হয়েছে ৷
সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 15 লাখ 57 হাজার 414 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 587 জন ৷ বর্তমানে সুস্থতার হার 98.29 শতাংশ ৷ সবমিলিয়ে করোনামুক্ত হয়েছেন 15 লাখ 30 হাজার 731 জন ৷ রাজ্যে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 হাজার 96 জন ৷ আজ মোট 27 হাজার 50টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে 1 কোটি 75 লাখ 05 হাজার 502টি নমুনা পরীক্ষা হয়েছে ৷