পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona in Bengal : সামান্য কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু - Corona in West Bengal

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14 লাখ 85 হাজার 438 ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 হাজার 508 ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 437 জনের ৷ অন্যদিকে সুস্থ হয়েছে 14 লাখ 45 হাজার 493 ৷

Corona
Corona

By

Published : Jun 22, 2021, 9:06 PM IST

কলকাতা, 22 জুন : গতকালের তুলনায় সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ তবে বাড়ল মৃতের সংখ্যা ৷ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 852 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 1 হাজার 879 ৷ অন্যদিকে, একদিনে মৃত্যু হয়েছে 47 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 42 ৷

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সবমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 14 লাখ 85 হাজার 438 ৷ বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 22 হাজার 508 ৷ মোট মৃত্যু হয়েছে 17 হাজার 437 জনের ৷ অন্যদিকে সুস্থ হয়েছে 14 লাখ 45 হাজার 493 ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.31 শতাংশ ৷ এখনও পর্যন্ত রাজ্যে 1 কোটি 37 লাখ 83 হাজার 866 টি নমুনা পরীক্ষা হয়েছে ৷

আরও পড়ুন,Corona in Bengal : দু'হাজারের নীচে নামল সংক্রমণ, কমল মৃত্যুও

উত্তর 24 পরগনায় সংক্রমণ অনেকটাই কমেছে ৷ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 207 জন ৷ মৃত্যু হয়েছে 15 জনের ৷ কলকাতায় আক্রান্ত হয়েছে 172 জন ৷ মৃত্যু হয়েছে 11 জনের ৷ এই মুহূর্তে জেলাগুলির মধ্যে সবথেকে কম আক্রান্ত কালিম্পংয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details