পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংক্রমণ নামল 9 হাজারে, সুস্থতার হার 93.20 শতাংশ - কোভিড আপডেট

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 424 জন ৷

COVID Tracker
COVID Tracker

By

Published : Jun 1, 2021, 9:27 PM IST

কলকাতা, 1 জুন : রোজই কমছে সংক্রমণের হার ৷ রাজ্যে দৈনিক সংক্রমণ 9 হাজারে নেমে গেল ৷ পয়লা মে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল সাড়ে সতেরো হাজার ৷ সেখান থেকে সংক্রমণ পৌঁছাল 9 হাজারে ৷

সংক্রমণ যেমন কমেছে তেমনই বেড়েছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 424 জন ৷ গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কমেছে সাতশোর বেশি ৷ তবে গতকালের চেয়ে বেড়েছে মৃতের সংখ্যা ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 137 জনের ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 131 ৷ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 17 হাজার 722 জন ৷ রাজ্যে বর্তমানে সুস্থতার হার 93.20 শতাংশ ৷ এদিন নমুনা পরীক্ষা হয়েছে 65 হাজার 41 জনের ৷

আরও পড়ুন : ভারতে খুঁজে পাওয়া কোভিডের নতুন ভ্যারিয়্যান্টের নাম ডেল্টা ভ্যারিয়্যান্ট, জানাল হু

উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা বেশ কমেছে ৷ গত 24 ঘণ্টায় কলকাতা লাগোয়া জেলাটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 28 জন ৷ মৃত্যু হয়েছে 35 জনের ৷ আক্রান্তের সংখ্যা কমেছে কলকাতাতেও ৷ মহানগরীতে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 32 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 1 হাজার 324 ৷ মৃতের সংখ্যা 32 ৷

ABOUT THE AUTHOR

...view details