পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dacoity in Kolkata : চারু মার্কেট থানা এলাকায় ডাকাতি, দুষ্কৃতীদের আঘাতে আহত বৃদ্ধ দম্পতি

বুধবার সন্ধ্য়া ডাকাতির ঘটনা ঘটে কলকাতার চারু মার্কেট এলাকায় (dacoity in charu market area) ৷ দুষ্কৃতীদের আঘাতে আহত হন বৃদ্ধ দম্পতি ৷ খোয়া গিয়েছে নগদ 15 হাজার টাকা ৷

Dacoity in Kolkata
চারু মার্কেট থানা এলাকায় ডাকাতি

By

Published : Dec 15, 2021, 11:00 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : কলকাতায় দুঃসাহসিক ডাকাতি । ঘটনাস্থল চারু মার্কেট থানা এলাকার 71 সুলতান আহমেদ রোডের একটি বহুতল (dacoity in charu market area) । ওই ফ্ল্যাটে থাকেন এক বৃদ্ধ দম্পতি । খোয়া গিয়েছে নগদ 15000 টাকা । দুষ্কৃতীরা ওই বৃদ্ধ দম্পতিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলেও জানা গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ । ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখার গোয়েন্দারাও ।

পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধ্য়া পৌনে সাতটা নাগাদ সুলতান আহমেদ রোডের একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে । বৃদ্ধ-বৃদ্ধা ওই ফ্ল্যাটে একাই থাকতেন । এদিন সন্ধ্যায় কলিং বেল বাজিয়ে দুই যুবক তাঁদের ফ্ল্যাটে ঢোকে । এরপরই ধারালো অস্ত্র দেখিয়ে ঘর থেকে নগদ 15000 টাকা নিয়ে পালাতে চায় ওই দুই দুষ্কৃতী । বৃদ্ধ চিৎকার করলে তাঁকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় তারা । এরপর ডায়াল 100 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে আসে চারু মার্কেট থানার পুলিশ ।

আরও পড়ুন : সাংসদ ও বিধায়ক তহবিলের টাকা আত্মসাতের চেষ্টা, বাদুড়িয়ায় ধৃত যুবক

ওই ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ আহত অবস্থায় ওই দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details