পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DA Protestors Want to Meet President: দিল্লি গিয়ে মুর্মু-ধনকড়ের সঙ্গে সাক্ষাতের চেষ্টা আন্দোলনকারী সরকারি কর্মীদের - সংগ্রামী যৌথ মঞ্চ

দিল্লি গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা ৷

DA Protestors ETV Bharat
আন্দোলনকারী সরকারি কর্মীরা

By

Published : Apr 6, 2023, 9:57 AM IST

কলকাতা, 6 এপ্রিল: ইতিমধ্যেই দিল্লি যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা । তবে দিল্লি গিয়ে শুধু ধরনা নয়, তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করারও চেষ্টা করবেন । কেন্দ্রীয় অর্থ ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীরা কথা বলতে চান বলে আগেই জানিয়েছেন । তবে এ বার সোজা রাষ্ট্রপতির সঙ্গে দেখার করার আর্জি জানালেন আন্দোলনকারীরা । তাঁর হাতে ডেপুটেশন তুলে দিয়ে নিজেদের দাবি কেন্দ্রীয় সরকার ও প্রশাসনিক প্রধানের কাছে তুলে ধরবেন রাজ্যের সরকারি কর্মীরা ।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার পাশাপাশি রাজ্যে অবিলম্বে স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ । অনশন, ধরনার পর এ বার তারা সোজা পৌঁছে যাবে দিল্লির যন্তর মন্তরের সামনে । সেখানে আগামী 10 এবং 11 তারিখ ধরনায় বসবেন রাজ্য সরকারি কর্মীরা । তবে শুধু ধরনা নয়, এর সঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তাঁদের ।

সংগ্রামী যৌথ মঞ্চের এক আন্দোলনকারী কিংকর অধিকারী জানান, "আমরা ডেপুটেশন দেব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীকে । তবে এর সঙ্গেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কেও ডেপুটেশন দেওয়ার চেষ্টা করছি । আমাদের একটা দল দিল্লিতে রয়েছে, তারা কথা বলে ব্যবস্থা করছে ।" মোট 500 জন আন্দোলনকারী এই ধরনায় যোগ দেবেন । ট্রেনে করেই তাঁরা দিল্লি পৌঁছবেন । বর্তমানে সেই প্রস্ততি পর্ব চলছে ।

অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে । তাঁর কাছে নিজেদের দাবি তুলে ধরেছেন তাঁরা ৷ পাশাপাশি টুইট করে তাঁদের বর্তমান পরিস্থিতির কথা তাঁরা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বারবার তুলে ধরেছেন 'বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা'র কথা । তাই এ বার সরাসরি নিজেদের দাবি কেন্দ্রকে জানানোর জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে যৌথ মঞ্চের পক্ষ থেকে ।

এর সঙ্গে মহার্ঘ ভাতাকে ঘিরে রাজ্যে বেড়ে চলেছে চর্চা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি কর্মীদের চোর-ডাকাত বলে আক্রমণ করতেও দেখা গিয়েছে । এর প্রতিবাদ স্বরূপ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হয়েছে ধিক্কার দিবস । তেমনই আজ হবে সরকারি অফিসে কর্মবিরতি ।

আরও পড়ুন:রাজ্যের অবস্থা দেশের মানুষকে জানাতেই দিল্লিতে ধরনা সংগ্রামী যৌথ মঞ্চের

ABOUT THE AUTHOR

...view details