কলকাতা, 25 জুন: ডিএ'র দাবিতে ধরনার 150 দিন উপলক্ষে রবিবার মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ । কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দেওয়ার পাশাপাশি তাঁদের বর্তমানে মূল দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন । 822 কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টে । তাতে কোনওভাবেই সুষ্ঠ ভাবে নির্বাচন করানো সম্ভব নয় বলে মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চ । তাই তাঁদের পক্ষ থেকে ধরনার এই 150তম দিনে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানানো হয়েছিল । সেই অনুযায়ী ওই সংগঠনের প্রধান ভাস্কর ঘোষ-সহ পাঁচ সদ্যসের প্রতিনিধি দল এ দিন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যায় ।
কমিশনে যাওয়ার আগে ভাস্বর ঘোষ জানান, প্রতিটি বুথে যাতে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকে তার আবেদন করা হবে । এছাড়া পুনির্বাচন প্রক্রিয়ার যাতে ভিডিয়োগ্রাফি করা হয় সেই আবেদনও করবেন তাঁরা । প্রতি ঘণ্টায় ঘণ্টায় প্রিজাইডিং অফিসার যে রিপোর্ট পাঠায় তা যেন সেন্ট্রাল সার্ভারে সংরক্ষণ করা থাকে । এই সমস্ত দাবিগুলি নিয়েই তাঁরা রবিবার কমিশনে যান । মহার্ঘ্য ভাতার আন্দোলনকারীদের মধ্যে অনেকেরই আজ পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশিক্ষণ পড়েছিল । তবে নিজেদের দাবি তুলে ধরতে তাঁরা আজ যোগ দেন 150 দিনের সমাবেশে ।