কলকাতা, 24 অগস্ট: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বৃহস্পতিবার দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ৷ সেই কারণে এ দিন তাঁরা পৌঁছে যান বিধানসভায় ৷ সেখানে শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন । এ দিন দুপুর দেড়টা নাগাদ তাঁরা আসেন ৷ শুভেন্দুর হাতে একটি স্মারকলিপি তুলে দেন ৷ ওই প্রতিনিধি দল এসেছিল সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের নেতৃত্বে ৷ বিধানসভায় তাঁদের বিষয়টি তুলে ধরায় তাঁরা শুভেন্দুকে ধন্যবাদ জানান ৷ শুভেন্দু পরবর্তীতে তাঁদের বিষয়টি বিধানসভায় আবার তুলবেন বলে আশ্বাস দিয়েছেন, এমনটাই দাবি মঞ্চের ৷
যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘210 দিন ধরে আমরা বসে আছি । বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সময় চেয়েছি । কিন্ত মুখ্যমন্ত্রীর আমাদের মুখোমুখি হননি । আমরা বিধানসভার বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানালাম । কারণ, তিনি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি বিধানসভায় তুলেছেন । আবার যাতে সরকারি কর্মচারীদের বিষয়টি তোলেন, তার আবেদন জানালাম । যাতে সরকারকে এই বিষয়টি নিয়ে চেপে ধরেন । শুভেন্দু অধিকারী আমাদের কথা দিয়েছেন ফের মহার্ঘ ভাতার বিষয়টি তিনি আবারও বিধানসভায় তুলবেন । তিনি এই আন্দোলনরত সরকারি কর্মচারীদের দাবির পাশেই রয়েছেন ।’’