পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডিএ মামলার শুনানিতে গরহাজির রাজ্য সরকারের আইনজীবী

আজ মামলাটি শুনানির জন্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে উঠলে রাজ্যের তরফে সওয়াল করার জন্য হাজির ছিলেন না কোনও আইনজীবী। বাধ্য হয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মামলাটি আবার আগামীকাল শুনবেন বলে জানিয়েছেন।

ডিএ মামলার শুনানিতে গড়হাজির  রাজ্য সরকার
ডিএ মামলার শুনানিতে গড়হাজির রাজ্য সরকার

By

Published : Dec 16, 2020, 11:12 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : রাজ্য সরকারই ডিএ মামলায় স‍্যাটের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল কলকাতা হাইকোর্টে । কিন্তু মামলার শুনানিতে সেই রাজ্য সরকারের কোনও প্রতিনিধি হাজির হলেন না আজ । বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাই মামলাটি আবার কাল শুনবেন বলে জানিয়েছেন।

29 নভেম্বর ডিএ মামলায় স‍্যটের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করে রাজ্য সরকার। গত বছর 26 জুলাই স্যাটে বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং সুবেশ কুমার দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন ষষ্ঠ বেতন কমিশন অথবা আগামী এক বছর যেটি আগে হবে তার মধ্যে 2019 সালের এপ্রিল মাস থেকে বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট । কিন্তু মাসের-পর-মাস কেটে গেলেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান না করায় আদালত অবমাননার অভিযোগে স‍্যাটের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো।


আবার গতবছরের ডিসেম্বরে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার। সেই আবেদনের দীর্ঘদিন শুনানির পর চলতি বছরের জুলাই মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তাদের পুরনো রায় বহাল রাখে । অর্থাৎ কর্মচারীদেরকে ডি য়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল স‍্যট ।রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছিল। চলতি মাসের 16 ই ডিসেম্বরের মধ্যে দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট । স‍্যটের এই রায়ের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে আপিল করে রাজ্য সরকার।

কিন্তু আজ মামলাটি শুনানির জন্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে উঠলে রাজ্যের তরফে সওয়াল করার জন্য হাজির ছিলেন না কোনো আইনজীবী। বাধ্য হয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মামলাটি আবার আগামীকাল শুনবেন বলে জানিয়েছেন।


প্রসঙ্গত ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারী সংগঠনের এক বৈঠকে নতুন বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের 3 শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

For All Latest Updates

TAGGED:

da-case

ABOUT THE AUTHOR

...view details