পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DA Agitators Approach HC: শহিদ মিনারে অভিষেকের সভা বাতিলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ ডিএ আন্দোলনকারীরা

আগামিকাল, বুধবার কলকাতা শহিদ মিনার চত্বরে জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Rally at Shahid Minar) ৷ সেই সভা বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ডিএ আন্দোলনকারীরা ৷

DA Agitators Approach HC
DA Agitators Approach HC

By

Published : Mar 28, 2023, 11:59 AM IST

Updated : Mar 28, 2023, 12:12 PM IST

কলকাতা, 28 মার্চ: শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) জনসভার বিরোধিতা করে আদালতের দারস্থ ডিএ নিয়ে আন্দোলনকারীরা (DA Agitators) ৷ আগামিকাল, 29 মার্চ অভিষেকের সভা রয়েছে শহিদ মিনারের পাদদেশে ৷ কিন্তু কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে আন্দোলনকারীদের আবেদন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা অন্যত্র করার নির্দেশ দিক আদালত ৷ বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন করা হয়েছে আন্দোলনকারীদের তরফে ।

প্রসঙ্গত, আদালতের অনুমতিতেই হাজার পাঁচেক ডিএ আন্দোলনকারী এখন শহিদ মিনারের নিচে ধরনায় বসে আছেন । সেখানে তৃণমূল 40-50 হাজার লোক নিয়ে সভা করলে একটা বড় গোলমালের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে । মামলাকারী আইনজীবীর বক্তব্য, যেখানে ডিএ মঞ্চ রয়েছে, সেখানে এই সভা হলে সমস্যার সৃষ্টি হতে পারে । তাই অন্যত্র সভার নির্দেশ দিক আদালত । মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা । সব পক্ষকে নোটিস দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত । আজ দুপুর দু’টোয় শুনানি ।

উল্লেখ্য, শহিদ মিনারে আগামী 29 মার্চ ছাত্র-যুব সমাবেশের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্তু এই মুহূর্তে শহিদ মিনারের নিচে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছেন কয়েক হাজার সরকারি কর্মচারী । সেই জন্য তৃণমূল নেতৃত্বের তরফে একদিনের জন্য ধরনা বন্ধ রাখার আর্জি জানানো হয়েছিল । কিন্তু ধরনা স্থগিত রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ।

অন্যদিকে ময়দান-সহ শহিদ মিনার এলাকা সেনাবাহিনীর জায়গা হওয়ার জন্য তৃণমূল নেতৃত্বের তরফে সেনাবাহিনীর অনুমতি চাওয়া হয়েছে । সূত্রের খবর, ইতিমধ্যে অনুমতি মিলেছে তাদের । কিন্তু যেখানে হাইকোর্টের নির্দেশেই শহিদ মিনারের নিচে লাগাতার ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সরকারি কর্মচারীরা । প্রশ্ন উঠেছে, সেখানে কীভাবে অন্য একটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সমাবেশ করে ? আদালতের দ্বিতীয়ার্ধে বিচারপতি মান্থা মামলাটি শুনবেন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন:44 দিন পর অনশন তুললেন সরকারি কর্মীরা, জারি থাকবে আন্দোলন

Last Updated : Mar 28, 2023, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details