পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বাংলাদেশের অভিমুখে ঘূর্ণিঝড় সিত্রাং, বাংলায় কেমন প্রভাব ?

নিম্নচাপের অভিমুখ এখন উত্তর-পশ্চিম দিকে। আজ অর্থাৎ, 23 অক্টোবর তা আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামিকাল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে। এই ঘূর্ণিঝড় বাংলাদেশ উপকূল তিনকোনা আইল্যান্ড এবং সন্দ্বীপের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
বাংলাদেশের অভিমুখে ঘূর্ণিঝড় সিত্রাং

By

Published : Oct 23, 2022, 6:54 AM IST

Updated : Oct 23, 2022, 7:12 AM IST

কলকাতা, 23 অক্টোবর:শিওরে দূর্যোগ! গভীর নিম্নচাপ (Cyclone Sitrang) সঙ্গে নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়কে। তার গতিপ্রকৃতি এখন বাংলাদেশের অভিমুখে। তবে পশ্চিমবঙ্গে এর প্রভাব যথেষ্ট। ইতিমধ্যে উপকূলবর্তী জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধারকারী দল তৈরি রাখা হচ্ছে। সরকারি কয়েকটি দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। নজর রাখা হচ্ছে নবান্ন থেকে। কলকাতা পৌরনিগমও প্রয়োজনীয় ব্যবস্থা রাখছে।

আলিপুর আবহাওয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, নিম্নচাপ শনিবার সকাল সাড়ে আটটায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আন্দামান দ্বীপ থেকে পশ্চিম দিকে অবস্থান করছে। যার বর্তমান অবস্থান পোর্ট ব্লেয়ার থেকে 110 কিলোমিটার ও সাগরদ্বীপ থেকে 1 হাজার 460 কিলোমিটার দূরে। বাংলাদেশের বরিশাল থেকে 1 হাজার 130 কিলোমিটার দূরে।

24 ও 25 অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামিকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই 24 পরগনায় ৷ শুধু ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুরে। 25 তারিখ বৃষ্টির পরিমাণ কমবে। শুধু ভারী বৃষ্টি হবে দুই 24 পরগনা ও নদিয়া জেলাতে। 24 এবং 25 অক্টোবর হাওড়া, হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন:ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছড়ে পড়বে বাংলাদেশে

আগামিকাল দুই 24 পরগনায় হাওয়ার গতিবেগ থাকবে 45 থেকে 55 কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার বেগ থাকবে 65 কিলোমিটার। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার এবং ঝোড়ো হাওয়া ঘণ্টায় 50 কিলোমিটার বেগে বইবে কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। 25 অক্টোবর দুই 24 পরগনায় হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় 80 থেকে 90 কিলোমিটার হবে। পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় 80 কিলোমিটার। কলকাতা-সহ আরও অন্যান্য জেলাগুলোর ওপর ঘণ্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে হাওয়া বইবে। ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় 60 কিলোমিটার বেগে (West Bengal Weather Forecast)।

বাংলাদেশের অভিমুখে ঘূর্ণিঝড় সিত্রাং, বাংলায় কেমন প্রভাব, জানাল হাওয়া অফিস

মৎস্যজীবীদের (Fishermans) আজ থেকে 25 অক্টোবর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। যারা গিয়েছেন তাঁরা গতকাল অর্থাৎ রবিবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সমুদ্রে নামতে দেওয়া যাবে না সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুরে। ফেরি সার্ভিস বন্ধ থাকবে 24 এবং 25 অক্টোবর।

আরও পড়ুন:ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের

শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 86 শতাংশ। আজকের আকাশ উজ্বল। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Oct 23, 2022, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details