কলকাতা, 24 মে : আগামী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হতে চলেছে যশ ৷ 26 মে বুধবার দুপুরেই আছড়ে পড়বে যশ ৷ আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 155 থেকে 165 কিলোমিটার, তা সর্বোচ্চ প্রতি ঘণ্টায় 185 কিলোমিটার অবধি পৌঁছতে পারে ৷ আপাতত এই ঘূর্ণিঝড় দিঘা উপকূল থেকে রয়েছে 620 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে ৷
সোমবার বিকেলের আবহাওয়া দফতরের সাংবাদিক বৈঠক থেকে জানা গিয়েছে, কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া ও হুগলিতেও ৷ দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে ৷ রাজ্যে মঙ্গলবার হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার ৷
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, আমফান সাগর দ্বীপের উপর ল্যান্ডফল করে ৷ পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছিল ৷ কিন্তু যশের ল্যান্ডফল হবে ওড়িশার বালেশ্বরের কাছে ৷ তারপর যাবে ঝাড়খণ্ডের দিকে ৷ বয়ে যাবে পারাদ্বীপ এবং সাগরের মাঝ দিয়ে ৷