পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তখতের পর এবার ঘূর্ণিঝড় যশ, নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর - কড়া নজরদারিতে ঘূর্ণিঝড় যশ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 23 মে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর উপরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে । 25 মে নাগাদ এই ঘূর্ণিঝড় ক্রমশ তার শক্তি বৃদ্ধি করবে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সুন্দরবনে পড়বে ৷ তারপর যাবে বাংলাদেশের দিকে ।

ঘূর্ণিঝড় যশ
ঘূর্ণিঝড় যশ

By

Published : May 19, 2021, 4:35 PM IST

Updated : May 19, 2021, 5:17 PM IST

কলকাতা, 19 মে : ঘূর্ণিঝড় তখতের দাপট শেষ হতে না হতেই নতুন ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে ৷ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ । সেই নিম্নচাপ থেকেই তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় যশ । আবহাওয়া দফতর জানিয়েছে, 23 মে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে । 25 মে নাগাদ এই ঘূর্ণিঝড় ক্রমশ তার শক্তি বৃদ্ধি করবে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের সুন্দরবনে পড়বে । তারপর এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে বাংলাদেশের দিকে । ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে যশ । ওমানের দেওয়া এই নাম গৃহীত হয়েছে । আলিপুর আবহাওয়া দফতর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর উপরে তৈরি হওয়া এই নিম্নচাপের উপর 24 ঘণ্টা নজর রাখছে ।

বুধবারও কলকাতায় আর্দ্রতার জন্য অস্বস্তিকর গরম থাকবে । গ্রীষ্মের তাপদাহে নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের । কলকাতায় এদিন আকাশ আংশিক মেঘলা রয়েছে । দুপুরের পর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অস্বস্তিকর গরম বজায় থাকবে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও কিছুটা বৃদ্ধি পাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 91 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ঘূর্ণিঝড় যশের উপর নজরদারি চালাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ৷

উত্তরবঙ্গের জেলাগুলোতেও আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও ৷

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: নারদ মামলাকে প্রভাবিত করার অভিযোগে মুখ্যমন্ত্রীকেও পার্টি করল সিবিআই

Last Updated : May 19, 2021, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details