কলকাতা, 25 মে : গতবছরের আমফানের বিধ্বংসী রূপ দেখেছে মহানগরী ৷ এবার আসছে ঘূর্ণিঝড় যশ ৷ এ রাজ্যে যশ কতটা প্রভাব ফেলবে তা আগামীদিনেই স্পষ্ট হয়ে যাবে ৷ তবে আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই সতর্ক কলকাতা বিমানবন্দর ৷ যশের প্রভাবে বিমানবন্দরে যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ ৷
কলকাতা বিমানবন্দরের পুরোটাই কাচের কাঠামো দিয়ে তৈরি ৷ এতেই চিন্তার ভাঁজ বিমানবন্দরের আধিকারিকদের কপালে ৷ ঝড়ের দাপটে কাচ যাতে ভেঙে না পড়ে তার ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ভারী বালির বস্তা দিয়ে বিভিন্ন জায়গা আটকে দেওয়া হয়েছে যাতে ঝড়ের দাপট কাচে না এসে পড়ে ৷ প্রচণ্ড ঝড়ে ট্রলি এদিক ওদিক উড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে ৷ তাই ট্রলিগুলিকে বিমানবন্দরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ৷ কর্তৃপক্ষের তরফে সমস্ত বিমান সংস্থাগুলিকে ঝড় মোকাবিলায় সরঞ্জামের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷