কলকাতা, 23 অক্টোবর: আগামী 12 ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং (Sitrang has Partial Impact on Coastal Districts) ৷ আর সেই সঙ্গেই উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি ৷ এ দিন এমনটাই জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Cyclon Sitrang Update) ৷
Cyclon Sitrang Update: আগামী 12 ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং, প্রভাব উপকূলের জেলায় - ঘূর্ণিঝড় সিত্রাং
আগামী 12 ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং (Cyclon Sitrang Update) ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ সেই সঙ্গে বাংলাদেশ উপকূলে মঙ্গলবার সকালে সেটি আছড়ে পড়বে ৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের আংশিক প্রভাব এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও পড়বে (Sitrang has Partial Impact on Coastal Districts) ৷
cyclone-sitrang-has-partial-impact-on-coastal-districts-of-west-bengal
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে:
- মঙ্গলবার সকালে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোণা দীপ ও সুন্দরবনের মাঝে স্থলভাগে আছড়ে পড়বে করবে ঘূর্ণিঝড় সিত্রাং ৷
- সবথেকে বেশি প্রভাব পড়বে, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায় ৷ আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে
- দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হবে ৷
- রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
- সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় অতিভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে 100 কিলোমিটার গতি বেগে ঝড় বইবে ৷
- ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৷ পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় হবে ৷
- কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি ৷
- সোমবার 3040 কিলোমিটার, সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ আর মঙ্গলবার 40-50 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ৷
আরও পড়ুন:বাংলাদেশের অভিমুখে ঘূর্ণিঝড় সিত্রাং, বাংলায় কেমন প্রভাব ?
- মৎস্যজীবীদের আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷
- সমুদ্রে 6 মিটার পর্যন্ত জলচ্ছ্বাস হতে পারে সোম ও মঙ্গলবার ৷ সেই কারণে দুই চব্বিশ পরগনায় বাঁধের ক্ষতি হতে পারে ৷
- পর্যটকদের সতর্ক করা হয়েছে ৷ সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক রাইড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
- দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচল সোমবার ও মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর ৷