কলকাতা, 4 ডিসেম্বর: যেন পর্বতের মুষিক প্রসব ৷ ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে যখন চিন্তায় রাজ্যবাসী, ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনিক স্তরে চলছে চূড়ান্ত তৎপরতা, তখনই স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ শনিবার বিকেলে কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, জাওয়াদের এরাজ্যের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই (cyclone jawad will not land in west bengal coast) ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ উপকূলে কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ৷ আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷"
সঞ্জীববাবু এদিন জানিয়েছেন, পুরী থেকে প্রায় 390 কিমি দক্ষিণ-পূর্বে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে জাওয়াদ ৷ ধীরে ধীরে সেটি উত্তর দিকে এগোচ্ছে ৷ আগামী কয়েক ঘণ্টা এভাবেই এগোনোর পর শক্তিক্ষয় হবে এই ঘূর্ণিঝড়ের ৷ দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ ৷ রবিবার দুপুর নাগাদ পুরীর কাছে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় ৷ এরপর আরও দুর্বল হয়ে সেটি এগোবে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ৷