কলকাতা, 1 মে : ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝামাঝি মারাকা উপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত । যার অবস্থান এখন দক্ষিণ আন্দামান সাগরে । ক্রমশ সেই ঘূর্ণাবর্ত আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস । শক্তিশালী ঘূর্ণাবর্তটি প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ও পরবর্তী সময়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মায়নামার উপকূলে প্রবেশ করবে । এর জেরে সমুদ্র উপকূলে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে । ঘূর্ণাবর্তের জেরে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পাশাপাশি আগামী 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ নদিয়া আগামী ঝড় ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ঝড়-বৃষ্টি চলাকালীন হাওয়ার গতিবেগ থাকবে প্রায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা । আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে ।