পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধেয়ে আসছে বুলবুল, কলকাতায় শুরু বৃষ্টি

শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুলবুল ৷ বর্তমানে কলকাতা থেকে 335 কিলোমিটার, সাগরদ্বীপ থেকে 200 কিলোমিটার, ও ওড়িশার পারাদ্বীপ থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ৷ উপকূলে আছড়ে পড়ার সময় বুলবুলের গতিবেগ থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার ৷ সর্বোচ্চ ঘণ্টায় 135 কিলোমিটার পর্যন্ত গতি বৃদ্ধি করতে পারে বুলবুল ৷

অতি শক্তিশালী বুলবুল

By

Published : Nov 9, 2019, 12:10 PM IST

Updated : Nov 9, 2019, 6:30 PM IST

কলকাতা, 9 নভেম্বর : সন্ধের পর থেকেই ফের শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় বুলবুল । সন্ধে 6 টার পর থেকে কলকাতায় তার প্রভাব বোঝা যাবে ৷ এখন হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় 30 কিলোমিটার । সন্ধেবেলা ঝোড়ো হাওয়া বইবে প্রতি ঘণ্টায় 60 -70 কিলোমিটার বেগে ৷ রাত 8 টা থেকে 11 টার মধ্যে সুন্দরবনের ডেল্টাগঞ্জ এলাকায় বুলবুল আছড়ে পড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক গণেশ দাস । আছড়ে পড়ার সময় বুলবুলের গতি থাকবে ঘণ্টায় 110 থেকে 120 কিলোমিটার থাকবে । সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 135 কিলোমিটার ৷

শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় বুলবুল ৷ বর্তমানে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল কলকাতা থেকে 335 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে । এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে মাত্র 200 কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে রয়েছে 370 কিলোমিটার দূরে ৷ ঘণ্টায় 7 কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় ৷ ওড়িশার পারাদ্বীপ থেকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুলের দূরত্ব মাত্র 130 কিলোমিটার । ঘূর্ণিঝড় বুলবুল যত কাছে আসছে আবহাওয়ার তত অবনতি হচ্ছে‌ উপকূলবর্তী জেলাগুলিতে ।

অতি শক্তিশালী বুলবুল

গতকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল শহর কলকাতায় । আজ সকাল থেকেই আকাশ অন্ধকার ৷ চলছে অবিরাম বৃষ্টি । মাঝেমধ্যেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে । সেইসঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট ৷ ঘূর্ণিঝড় বুলবুল ভূপৃষ্ঠের যত কাছাকাছি আসবে আবহাওয়ার তত অবনতি হবে । ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Nov 9, 2019, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details