পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cyclone Asani Update : সাগরেই দাপট শেষ অশনির, তবে আজও চলবে বৃষ্টি - সাগরেই দাপট শেষ অশনির, প্রাপ্তি বৃষ্টি

ঘূর্ণিঝড় অশনি শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত ৷ তার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Cyclone Asani Update) ৷

Cyclone Asani Update news
সাগরেই দাপট শেষ অশনির, প্রাপ্তি বৃষ্টি

By

Published : May 12, 2022, 7:29 AM IST

কলকাতা, 12 মে : ঘূর্ণিঝড় অশনি যতটা গর্জাল ততটা বর্ষাল না । শক্তি হারিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপরে রয়েছে (Cyclone Asani Update)। অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে 40 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে । বুধবার অশনির অভিমুখ উত্তর-উত্তরপূর্ব দিকে ছিল । বুধবার সন্ধ্যায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপর অবস্থান করছে । এরপর আরও দুর্বল হয়ে আজ, বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হবে ।

বঙ্গে অশনির সরাসরি কোনও প্রভাব নেই । তবে এর প্রভাবে আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । শুধুমাত্র দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ,নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মৎস্যজীবীদের 13 তারিখ পর্যন্ত মাছ ধরতে নিষেধ করা হয়েছে । যা বহাল রাখছে আলিপুর আবহাওয়া দফতর ।

আরও পড়ুন :অশনির দাপট শেষ, শুধু জারি থাকবে ঝড়-বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আগামী কয়েকটি দিন বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ৷ প্রাক বর্ষার চলতি মরসুমে উত্তরবঙ্গে নিয়মিত ব্যবধানে বৃষ্টি হয়েছে । দক্ষিণবঙ্গ যখন পুড়েছিল উত্তরবঙ্গ তখন ভিজেছিল । এবারও তার ব্যতিক্রম হচ্ছে না । কারণ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ প্রচুর বাতাস প্রবেশ করছে। এর ফলে উত্তরবঙ্গের সব জেলাতে 15 মে পর্যন্ত মাঝারি বৃষ্টি হবে । এরমধ্যে উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গে আজ ও কাল তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না । কিন্তু দু'দিন পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন বৃষ্টি চলবে তাই তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না ।

ABOUT THE AUTHOR

...view details