কলকাতা, 5 জুন : হেলিকপ্টারে পাথরপ্রতিমা পৌঁছাল দু'টি কেন্দ্রীয় প্রতিবনিধি দল । কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব অঞ্জু শর্মার নেতৃত্বে কলকাতা থেকে রওনা দিয়েছিল তাঁরা । আমফানে ক্ষতিগ্রস্ত দুই 24 পরগনার পরিস্থিতি খতিয়ে দেখতে দু'ভাগে এলাকা পরিদর্শন করবেন তাঁরা । সন্দেশখালি, হাসনাবাদ পরিদর্শন করবেন দু'টি দল ও বাকি দু'টি দল সুন্দরবন পরিদর্শন করবে । সবশেষে পাথরপ্রতিমা ও ধামাখালিতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল ।
আমফান বিধ্বস্ত রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । অঞ্জু শর্মার নেতৃত্বে এই দলে রয়েছেন কৃষিমন্ত্রকের ডিরেক্টর নরেন্দ্র কুমার, ফিসারি বিভাগের অ্যাসিসটেন্ট কমিশনার আর পি ডুবে, এক্সপেনডিচার বিভাগের ডিরেক্টর এস সি মিনা, জলশক্তিমন্ত্রকের ইঞ্জিনিয়র সিদ্ধার্থ মিত্র, বিদ্যুৎমন্ত্রকের ডিরেক্টর রিশিকা সরন, সড়ক ও পরিবহন মন্ত্রকের ইঞ্জিনিয়র সমীরণ সাহা ।
সন্দেশখালিতে নামার পর কেন্দ্রীয় প্রতিনিধি দল সন্দেশখালির ধামাখালির একটি হোটেলে বৈঠক করে । বৈঠকে ছিলেন উত্তর 24 পরগনা জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বসিরহাট মহকুমা শাসক বিবেক ভাসনে, বসিরহাট জেলা পুলিশ আধিকারিক কংকরপ্রসাদ বাড়ুই, বসিরহাট মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতসহ অন্যান্যরা ।