পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় পুলিশের নয়া প্রকল্প 'রক্ষাকবচ' এবং 'সন্ধান' - Cyber ​​labs launched in every division of Kolkata Police

কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে এবার চালু সাইবার ল্যাব । এছাড়া নিখোঁজদের খোঁজার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কাজ করবে লালবাজার ।

kp
কলকাতায় পুলিশ

By

Published : Jan 30, 2021, 7:34 AM IST

কলকাতা, 30 জানুায়ারি : শহরবাসীর সুরক্ষার জন্য এবার একগুচ্ছ প্রকল্প নিল লালবাজার । অনেকদিন ধরেই এই প্রকল্প নিয়ে কথা চলছিল । বছরের প্রথম ক্রাইম মিটিংয়ের মাধ্যমে এবার তা বাস্তবায়িত করা হল ।

কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে একটি সাইবার থানা থাকলেও, এবার প্রতিটি ডিভিশনে থাকবে একটি করে সাইবার ল্যাব । এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'রক্ষাকবচ' । সাইবার অপরাধীদের হাত থেকে শহরবাসীকে রক্ষার জন্যই তৈরি করা হল এই রক্ষাকবচের । পাশাপাশি শহরে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন । যারা নিখোঁজ হচ্ছেন তাদের দ্রুত খুঁজে বার করার জন্য একাধিক সেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত লালবাজারের । জানা গেছে, এই প্রকল্পের নাম 'সন্ধান প্রকল্প' ।


এই সংক্রান্ত আরও পড়ুন :সাইবার অপরাধ : মুখোমুখি কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা

কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা সহ গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা । জানা গেছে, এদিন মোট চারটি প্রকল্পের সূচনা করেন নগরপাল অনুজ শর্মা ।

ABOUT THE AUTHOR

...view details