পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cyber Crime: চিকিৎসকের অশ্লীল ভিডিয়ো ভাইরাল করার নামে ব্ল্যাকমেল, ধৃত 4 - Cyber Crime Case

চিকিৎসকের অশ্লীল ভিডিয়ো ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল ৷ বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South Police Station) গ্রেফতার করল চারজনকে ৷

Cyber Crime Case
চিকিৎসকের অশ্লীল ভিডিয়ো ভাইরাল করার নামে ব্ল্যাকমেল

By

Published : Nov 16, 2022, 9:38 PM IST

বিধাননগর, 16 নভেম্বর: চিকিৎসকের অশ্লীল ভিডিয়ো ভাইরাল করার করে দেওয়ার ব্ল্যাকমেল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ । চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South Police Station) গ্রেফতার করল চার অভিযুক্তকে ৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার লেক টাউনের (Lake Town) বাসিন্দা এক চিকিৎসক বিধাননগর দক্ষিণ থানায় এসে অভিযোগ করেন যে, তিনি জিডি ব্লকের 50 নম্বর বাড়িতে নবীন চক্রবর্তী নামে এক পূর্বপরিচিতর সঙ্গে দেখা করতে যান । তিনি যখন তার বাড়িতে পৌঁছন সেখানে আগে থেকেই এক মহিলা উপস্থিত ছিলেন । এরপর তিনি ঘরে প্রবেশ করলে নবীন তার আরও তিন বন্ধুকে বাড়িতে ডেকে নেয় এবং ঘরের মধ্যে পার্টি শুরু করে ।

অভিযোগ, সেই পার্টি চলাকালীন ওই চিকিৎসকের সঙ্গে ওই মহিলার কিছু অশ্লীল ভিডিয়ো মোবাইলে রেকর্ড করে অভিযুক্তরা। এরপরই সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেল করা শুরু করে নবীনরা । কার্যত ভয় পেয়ে অভিযুক্তদের হাতে দেড় লক্ষ টাকা তুলে দেন ওই চিকিৎসক । এরপরই ঘর থেকে বেরিয়ে বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে পুরো ঘটনাটি জানান চিকিৎসক ।

আরও পড়ুন:ফেসবুকে বন্ধুত্ব, নগ্ন ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল, প্রতারণার ফাঁদে যুবক

চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ এরপরই নবীন চক্রবর্তী, বিপ্লব মণ্ডল, রবি শেখ ও সুজন মণ্ডল নামে তিনজনকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, এই চক্র এর আগেও বিভিন্ন মানুষের থেকে এইভাবে ভয় দেখিয়ে টাকা নেওয়ার কাজ করেছে । বুধবার অভিযুক্তদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় । এই চক্রের সঙ্গে ওই মহিলাও যুক্ত কি না, সেই বিষয়ে তদন্ত করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South Police Station) ।

ABOUT THE AUTHOR

...view details