কলকাতা, 7 ডিসেম্বর : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে পাঠানো শুল্ক দপ্তরের সমন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ । সেই রায়ের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে আপিল করল শুল্ক দপ্তর । চলতি বছরের 17 জুন কলকাতা বিমানবন্দরে সোনা সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে পাঠানো শুল্ক দপ্তরের নোটিশ খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই রায় দিয়েছিলেন । এই রায়ের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে আপিল করল শুল্ক দপ্তর । চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে সোনা সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চে শুল্ক দপ্তর - বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে আপিল করল শুল্ক দপ্তর । কলকাতা বিমানবন্দরে সোনাকাণ্ডে অভিযুক্ত তিনি ।
শুল্ক দপ্তর আইনের 108 ধারায় গত বছর 2019 সালের 26 মার্চ রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর । গত বছর 8 এপ্রিল তাঁকে শুল্ক দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল । এরপর এই সমন খারিজের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রুজিরা নারুলা । 4 এপ্রিল বিচারপতির রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয়, 8 এপ্রিল শুল্ক দপ্তরের মুখোমুখি হতে হবে রুজিরাকে । তবে শুল্ক দপ্তর তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না । কিন্তু সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপিল করেন রুজিরা নারুলা । ডিভিশন বেঞ্চে 8 এপ্রিল বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও মহম্মদ নিজামউদ্দিনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশ খারিজ করে দেয় । রুজিরা নারুলাকে শুল্ক দপ্তরে আপাতত হাজিরা দিতে হবে না বলে নির্দেশ দেয় । পাশাপাশি সিঙ্গল বেঞ্চকেই মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেয় ।
এরপর গত বছর জুলাই মাস থেকে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চে এই মামলার টানা কয়েক মাস ধরে শুনানি হয়েছিল । তারপর চলতি বছরের 17 জুন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চ শুল্ক দপ্তরের পাঠানো সমন খারিজ করে দেয় । মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গত বছর 15 মার্চ রাতে হিসেব বহির্ভূত অর্থ ও সোনা নিয়ে দমদম বিমানবন্দরে নামেন রুজিরা নারুলা । সঙ্গে ছিলেন তাঁর বোন মানেকা গম্ভীর । শুল্ক দপ্তরের তরফে জানানো হয় রুজিরা থাইল্যান্ডের পাসপোর্ট দেখিয়ে ভারতে আসেন কিন্তু শুল্ক দপ্তর তাঁকে তল্লাশি করতে গেলে তাদেরকে তিনি জানান, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী । পরে পুলিশ এসে রুজিরা নারুলা ও তাঁর বোনকে ছাড়িয়ে নিয়ে যায় । শুল্ক দপ্তর এই ভিত্তিতে রুজিরা নারুলার নামে থানায় এফআইআর দায়ের করেন । পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় আইন মোতাবেক সমন পাঠিয়েছিল ।