- লকডাউনের জেরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্ট ৷
- প্রাণদায়ী ওষুধসহ অত্যাবশ্যক জিনিসপত্র পৌঁছে দিতে দক্ষিণ পূর্ব রেল 8 টি রুটে চালানো হল একাধিক পার্সেল স্পেশাল ট্রেন ৷
- কোরোনার জন্য সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করার জন্য দেওয়া সরকারি চাল, গম, আটার কালোবাজারির অভিযোগ উঠল এক রেশন দোকানের মালিকের বিরুদ্ধে ।
- রাজ্য সরকারের ঘোষণার পর বিনামূল্যে রেশন সামগ্রী নিতে লম্বা লাইন মেদিনীপুরে ৷
- বাজারে জমায়েত সরানোকে কেন্দ্র করে দুই তৃণমূল নেতার দ্বন্দ্বে উত্তপ্ত খানাকুলের বালিপুর বাজার এলাকা । পুলিশকে লক্ষ করে বোমাবাজি তৃণমূল নেতার ৷ চললো গুলি । ঘটনায় গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী ।
- লকডাউনের অষ্টম দিনের বেনাচিতি বাজারে ঠাসাঠাসি সাধারণ মানুষের ৷
লকডাউনের অষ্টম দিন : 8 টি বিশেষ মালবাহী ট্রেন চালাল দক্ষিণ পূর্ব রেল - কোরোনা
লকডাউন
18:24 April 01
কলকাতা, 1 এপ্রিল : লকডাউনের আজ অষ্টম দিন । দিন যত এগোচ্ছে ততই রাজ্যে জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তরা সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?
11:55 April 01
- আর্থিক বছরের প্রথম দিনে উধাও পার্কস্ট্রিটের ব্যস্ত ছবি । সুনসান রাস্তা ৷
11:50 April 01
- লকডাউনের দিনকগুলিতে যাতে কেউ অভুক্ত না থাকে, তা নিশ্চিত করতে কলকাতায় পথে নামল ভারত সেবাশ্রম সংঘ ৷ চলল ত্রাণ বিলির কাজ ৷
- রেশন দেওয়া শুরু হতেই ভিড় কোচবিহারের রেশন দোকানগুলোতে । তবে গ্রাহকেরা যাতে এক মিটার করে দূরত্ব বজায় রেখে দাড়ায় সেই বিষয়টিও নিশ্চিত করে জেলা খাদ্য ও সরবরাহ দপ্তর ।
10:44 April 01
- লকডাউনের মাঝেই ভিড় বাঁশদ্রোণীর বাজারে ৷ সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই চলছে বিকিকিনি ৷
10:35 April 01
- অষ্টম দিনেও অমান্য লকডাউন
- রানিগঞ্জের বাজারি ভিড় মানুষের
08:17 April 01
- রাজ্যে আরও দুই কোরোনা আক্রান্তের খোঁজ
- তারা শেওড়াফুলির কোরোনা আক্রান্তের পরিবারের সদস্য
- রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 29
07:05 April 01
- রাজ্যে একইদিনে মৃত্যু তিন কোরোনা আক্রান্তের
- এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মৃত 5
- আক্রান্ত 27
- সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রাজ্যের প্রথম তিন কোরোনা আক্রান্ত
Last Updated : Apr 1, 2020, 6:29 PM IST