কলকাতা, 14 নভেম্বর : 2020 সালের 28 জানুয়ারি হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান । ওই অনুষ্ঠানেই সাম্মানিক D.Litt দেওয়া হবে অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে । তাঁকে D.Litt দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আগেই জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী সংস্থা সিন্ডিকেটের বৈঠকে গতকাল সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল ।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের - abhijit banerjee to be honoured with D.Litt
কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়ার ভাবনাচিন্তা করছে তা আগেই জানিয়েছিলেন উপাচার্য । বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী সংস্থা সিন্ডিকেটের বৈঠকে গতকাল সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল । 2020 সালের 28 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সান্মানিক D.Litt দেওয়া হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ।
অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "সিন্ডিকেটে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে সমাবর্তনে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে D.Litt দেওয়া হবে । 28 জানুয়ারি সমাবর্তন হবে । সিন্ডিকেটে শুধু সমাবর্তনের দিন, সময় আর কাকে D.Litt দেওয়া হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"