কলকাতা, 29 নভেম্বর : যাত্রীদের কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিল CTC ৷ আগামী বছর শুরুর দিকেই শহরে চলবে 10টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত এক কামরার ট্রাম ৷ তারপর আরও কয়েকটি ট্রামের উদ্বোধন হতে পারে শহরে ৷ দুর্গাপুজোর আগে 6টি এক কামরার ট্রামের উদ্বোধন হয়েছিল ৷
ট্রাম অবশ্যই পরিবেশ বান্ধব ৷ কিন্তু বারবার অভিযোগ উঠেছে তার গতিবেগ নিয়ে ৷ শহরের ব্যস্ততার সঙ্গে মানিয়ে চলতে পারেনি ৷ সময়ের সঙ্গে পুরনো হয়েছে ৷ অভিযোগ উঠেছে, তার ধীর গতি যানজট তৈরি করে ৷ মাঝে বন্ধ হয়েছিল ট্রাম পরিষেবা ৷ যদিও আবার তা চালু করা হয় ৷ যানজট কম করতে অধিকাংশ রুটেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সেতুর সংরক্ষণের জন্য কয়েকটি রুটের ট্রাম পরিষেবা বন্ধ ৷ কোথাও মেট্রো পরিষেবার কাজের জন্য বন্ধ ট্রাম চলাচল ৷ তাই সেই সমস্যার সমাধান করতে চলতি বছরে পুজোর মুখেই 6টি এক কামরার ট্রামের উদ্বোধন করেছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । আপাতত শহরের 7টি রুটে ট্রাম চলাচল করে । এইদিকে , নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপে নতুন ট্রাম তৈরির কাজ প্রায় শেষের মুখে ৷