পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতের শুরুতেই সুখবর CTC-র ! শহরে চলবে 10টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাম

চলতি বছরে পুজোর মুখেই 6টি এক কামরার ট্রামের উদ্বোধন করেছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । আগামী বছর শুরুর দিকেই শহরে চালু হবে 10টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত এক কামরার ট্রাম ৷

tram
tram

By

Published : Nov 29, 2019, 9:26 AM IST

কলকাতা, 29 নভেম্বর : যাত্রীদের কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিল CTC ৷ আগামী বছর শুরুর দিকেই শহরে চলবে 10টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত এক কামরার ট্রাম ৷ তারপর আরও কয়েকটি ট্রামের উদ্বোধন হতে পারে শহরে ৷ দুর্গাপুজোর আগে 6টি এক কামরার ট্রামের উদ্বোধন হয়েছিল ৷

ট্রাম অবশ্যই পরিবেশ বান্ধব ৷ কিন্তু বারবার অভিযোগ উঠেছে তার গতিবেগ নিয়ে ৷ শহরের ব্যস্ততার সঙ্গে মানিয়ে চলতে পারেনি ৷ সময়ের সঙ্গে পুরনো হয়েছে ৷ অভিযোগ উঠেছে, তার ধীর গতি যানজট তৈরি করে ৷ মাঝে বন্ধ হয়েছিল ট্রাম পরিষেবা ৷ যদিও আবার তা চালু করা হয় ৷ যানজট কম করতে অধিকাংশ রুটেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সেতুর সংরক্ষণের জন্য কয়েকটি রুটের ট্রাম পরিষেবা বন্ধ ৷ কোথাও মেট্রো পরিষেবার কাজের জন্য বন্ধ ট্রাম চলাচল ৷ তাই সেই সমস্যার সমাধান করতে চলতি বছরে পুজোর মুখেই 6টি এক কামরার ট্রামের উদ্বোধন করেছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । আপাতত শহরের 7টি রুটে ট্রাম চলাচল করে । এইদিকে , নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপে নতুন ট্রাম তৈরির কাজ প্রায় শেষের মুখে ৷

ক্যালকাটা ট্রামওয়েস কম্পানি (CTC) র এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, " এই মুহূর্তে শহরের পথে যে 6টি শীতাতপ নিয়ন্ত্রিত ও সাধারণ ট্রাম চলছে তাতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি । সাধারণত দু'কামরার ট্রাম চালিয়ে যে উপার্জন হয় তার চেয়ে অনেক বেশি উপার্জন হয়েছে এক কামরার ট্রাম চালিয়ে । যাত্রীদের মধ্যে নন AC-র চেয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামের চাহিদা অনেক বেশি । এ বছর গরমের সময় শীতাতপ নিয়ন্ত্রিত ট্রামে ভিড় হত ৷ তাই আরও ট্রাম শহরের পথে নামানো হলে নিঃসন্দেহে ট্রাম কম্পানির রোজগার বাড়বে ও সাধারণ মানুষেরও উপকার হবে । নতুন এই এক বগির ট্রামগুলির গতি ঘণ্টায় প্রায় 35 কিমি ।"

ট্রামের অনেকগুলি রুট আজ বহুদিন হলে বন্ধ হয়ে রয়েছে তাই নতুন ট্রাম নামলে সেগুলি কোন কোন পথে চালানো হবে? এই বিষয় ট্রাময়েজের আধিকারিক বলেন যে, "এটা সত্যি কথা যে বিভিন্ন কারণে বহু ট্রাম ট্র্যাক বন্ধ হয়ে রয়েছে। তাই বর্তমানে যে রুটগুলি চালু আছে সেখান দিয়েই নতুন গাড়িগুলি চালানো হবে ।"

ABOUT THE AUTHOR

...view details