পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরতে হবে বুলেটপ্রুফ জ্যাকেট, জঙ্গলমহলে বাড়তি সতর্ক থাকার নির্দেশ বাহিনীকে - crpf

নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালভার্ট এবং যেসব জায়গায় IED প্ল্যান্ট করা যেতে পারে, সেই সব জায়গায় ভালোভাবে তল্লাশি চালানোর পর, সেই পথে এগোবে । ভালো করে পরীক্ষা করার আগে কোনওভাবেই যেন ঝুঁকি না নেওয়া হয় । নির্বাচনের ডিউটি করার সময় অবশ্যই বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরতে হবে । যে কোনও গেরিলা আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে ।

জঙ্গলমহলে বাড়তি সতর্ক থাকার নির্দেশ বাহিনীকে

By

Published : May 10, 2019, 2:28 AM IST

Updated : May 10, 2019, 9:21 AM IST

কলকাতা, 10 মে : পয়লা মে মহারাষ্ট্রে মাওবাদীদের গেরিলা হামলায় শহিদ হয়েছিলেন 15 জন জওয়ান । এর থেকে শিক্ষা নিয়ে আর ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন । আর তাই জঙ্গলমহলে ডিউটি করতে যাওয়া কেন্দ্রীয় বাহিনীদের দেওয়া হল বিশেষ নির্দেশ । ইতিমধ্যেই কম্পানি কমান্ডারদের কাছে সেই নির্দেশিকা পৌঁছেছে । প্রতিটি জওয়ানকে সেই নির্দেশিকা বুঝিয়ে দিতে বলা হয়েছে ।

সূত্রের খবর, নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালভার্ট ও যেসব জায়গায় IED প্ল্যান্ট করা যেতে পারে, সেই সব জায়গায় ভালো করে তল্লাশি চালানোর পর, সেই পথে এগোবে । ভালো করে পরীক্ষা করার আগে কোনওভাবেই যেন ঝুঁকি না নেওয়া হয় । নির্বাচনের ডিউটি করার সময় অবশ্যই বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরতে হবে । যে কোনও গেরিলা আক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে । অতীতে দেখা গেছে, ভোটকর্মীরা বুথে যাওয়ার সময় কিংবা ভোট শেষে ফেরার সময় আক্রমণের শিকার হয়েছেন । এই সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে । যে কোনও ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হলে দ্রুত রিটার্নিং অফিসার, কন্ট্রোল রুম ও অভিজ্ঞ পুলিশ অফিসারদের জানাতে হবে । যে কোনও ধরনের অভিযোগ উঠলে কুইক রেসপন্স টিম ও কুইক অ্যাকশান টিমের সদস্যদের দ্রুত ঘটনাস্থানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

সম্প্রতি শ্রমিক দিবসে বিপ্লব করেছিল মাওবাদীরা । তাদের গেরিলা আক্রমণে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এক চালক সহ 15 জন জওয়ান শহিদ হন । IED বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় জওয়ানদের গাড়িতে । ঘটনার পরের দিনই ছত্তিশগড়ে সুকমায় মাওবাদীরা গ্রামে ঢুকে 2 জনকে পুলিশের গুপ্তচর সন্দেহে খুন করে । সাম্প্রতিক এই ঘটনা ঘটায় ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন ।

প্রতিবারের মতো এবারও নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা । অতীত বলছে ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো বেশ কিছু জায়গায় নির্বাচনের সময় নাশকতা চালিয়েছে তারা । তাই এবার এই রাজ্যের জঙ্গলমহলে বাড়তি সতর্কতা । কমিশন সূত্রে খবর, অন্য সাতটি কেন্দ্রে 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও, ঝাড়গ্রামের সব বুথেই থাকবে । বিশেষ সূত্রে খবর, শুধু ঝাড়গ্রাম লোকসভায় মোতায়েন করা হচ্ছে 114 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । অতীতে বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহল এলাকায় মাও সক্রিয়তা থাকলেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই দুই জেলাকে মাওমুক্ত ঘোষণা করেছে । তবে ঝাড়গ্রাম এখনও মাওবাদীদের রেড করিডর । সেই সূত্রেই বাহিনীর জওয়ানদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকা ।

Last Updated : May 10, 2019, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details